শোকের ‘লু’ হাওয়া [দেশ-কাওয়ালী]

[দেশ-কাওয়ালী]

কাজী নজরুল ইসলাম

বহিছে সাহারায় শোকের 'লু' হাওয়া

দুলে অসীম আকাশ আকুল রোদনে।

নূহের প্লাবন আসিল ফিরে যেন

ঘোর অশ্রু শ্রাবণ-ধারা ঝরে সঘনে।।

হায় হোসেনা হায় হোসেনা বলি'

কাঁদে গিরিদরি মরু বনস্থলী

কাঁদে পশু ও পাখী তরুলতার সনে।।

ফকির বাদশাহ গরীব ওমরাহে কাঁদে

তেমনি আজো, তারি মর্সিয়া গাহে,

বিশ্ব যাবে মুছে মুছিবে না এ আঁসু,

চির কাল ঝরিবে কালের নয়নে।।

ফল্গুধারা-সম সেই কাঁদন-নদী

কুল-মুসলিম চিতে বহে গো নিরবধি,

আসমান ও জমিন রহিবে যতদিন

সবে কাঁদিবে এমনি আকুল কাঁদনে।। (গুল-বাগিচা)