কারবালায় ইমাম হোসাইন (আ.)-এর কতজন সাথি শহীদ হন

প্রশ্ন : আমরা জানি ঐতিহাসিক কারবালার যুদ্ধে নবী-বংশের তৃতীয় ইমাম হযরত ইমাম হোসাইন (আ.) সপরিবারে অত্যন্ত নিষ্ঠুরভাবে ইয়াযীদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই যুদ্ধে ইমাম বাহিনীর কত জন শহীদ হয়েছিলেন? এই শহীদদের মাঝে আহলে বাইতের সদস্য কতজন ছিলেন?

জবাব : ইমাম হোসাইন (আ.) যখন মক্কা ত্যাগ করে কারবালার পথে রওয়ানা হন তখন তাঁর সঙ্গী-সাথির সংখ্যা ছিল ৫০ জন। এদের মধ্যে ইমাম-বংশের সদস্য ছিলেন ১৮ জন। বাকি ৩২ জন ছিলেন অন্যান্য বন্ধু-বান্ধব। আশুরার দিন ইয়াযীদ বাহিনীর কিছুসংখ্যক সৈন্য নিজেদের ভুল বুঝতে পেরে ইমাম-বাহিনীতে যোগ দেয়। যুদ্ধের পর ইমাম বাহিনীর ৭২ জন শহীদের খণ্ডিত মস্তক ইয়াযীদের সেনাপতি ইবনে যিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তবে ইমাম বাহিনীর শহীদদের সংখ্যা আরো বেশি হতে পারে। সামাভী ও অন্য কয়েকটি বর্ণনা অনুযায়ী মোট শহীদের সংখ্যা ৯২ জন। ঐতিহাসিক তাবারী ও দিনওয়ারী প্রমুখের মতে কারবালার শহীদদের সংখ্যা ৮৭। সংখ্যার এই বিভিন্নতার কারণ হতে পারে এই যে, শহীদদের মধ্যে যাঁদেরকে চেনা যায়নি (অর্থাত কে কোন গোত্রের) তাঁদের মস্তক কেটে ইবনে যিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়নি। তার কাছে ৭২ জনের মাথা নিয়ে যাওয়া হয়েছিল। সেই হিসাবে কারবালার শহীদদের সংখ্যা ৭২ জন ধরা হয়। (কাউসার বিডি)