মহৎ জীবনের গল্প- আমর বিল মা‘রুফ

এক বৃদ্ধ লোক অজু করতে বসেছেন। কিন্তু তাঁর অজু সঠিক হচ্ছে না। মহানবী (সা.)-এর দুই নাতি ইমাম হাসান (আ.) এবং ইমাম হোসাইন (আ.) তা দেখতে পান। দু’জনই তখন বয়সে কিশোর। তাঁরা বুঝতে পারেন, বৃদ্ধ লোকটি অজু করতে গিয়ে ভুল করছেন। কিন্তু তাঁরা লোকটিকে সরাসরি কথাটা বলতে পারেন না। তাঁরা ভাবেন, তাহলে হয়ত তিনি লজ্জিত হবেন অথবা নামাযের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবেন। তখন তারা দু’জন লোকটির পাশে অজু করতে বসে যান। অজু করতে গিয়ে ইমাম হাসান (আ.) বলেন, ‘হে হোসাইন! তোমার অজুর চেয়ে আমার অজু সঠিক ও নির্ভুল।’ এর জবাবে ইমাম হোসাইন (আ.) তাঁর অজুর চেয়ে নিজের অজুই অধিক নির্ভুল বলে দাবি করেন। শেষ পর্যন্ত তাঁরা বললেন, ‘তাহলে চল, এই ভদ্রলোককে জিজ্ঞেস করি। তিনি আমাদের চেয়ে বয়সে বড়। সুতরাং তিনি বিষয়টি ফায়সালা করতে পারবেন।’

লোকটি তাঁদের কথা শুনছিলেন। দুই কিশোর তখন তাঁর সামনে বসে অজু করলেন। তাঁদের অজু শেষ হলে বৃদ্ধ বুঝতে পারেন যে, দু’জনের অজুই নিয়মমাফিক ও নির্ভুল হয়েছে এবং তাঁর নিজের অজুই ছিল ভুল। তখন তিনি ইমাম হাসান (আ.) এবং ইমাম হোসাইন (আ.)-এর উদ্দেশ্যে নরম স্বরে বললেন : ‘তোমাদের অজু নির্ভুল। আমাকে তোমরা কী সুন্দরভাবে শিক্ষা দিয়েছ! এজন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ।’