আল হাসানাইন (আ.)

কোরআনের তাফসীর

সূরা আল আনফাল;(৮ম পর্ব)

সূরা আল আনফাল;(৮ম পর্ব)

আজ মুসলমানদের প্রথম কেবলা আল কুদস মসজিদ, বিশ্ব ইহুদিবাদি চক্র বিশেষ করে আগ্রাসী ইসরাইলের হাতে বন্দি। মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদি সেনাদের বুটের আঘাতে আল কুদস মসজিদ প্রতিদিনই অপবিত্র হচ্ছে। ইহুদিবাদি ইসরাইল কেবল আল কুদসকেই অমর্যাদা করছে না তারা ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর বছরের পর বছর ধরে অত্যাচার ও নিস্পেষণ চালিয়ে যাচ্ছে এবং বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদেরকে এ পবিত্র মসজিদ জিয়ারত করতে দিচ্ছে না।

বিস্তারিত

সূরা আল আনফাল;(৭ম পর্ব)

সূরা আল আনফাল;(৭ম পর্ব) অন্যের প্রতি শত্রুতা, বিদ্বেষ এবং পরশ্রীকাতরতা মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। অন্যের প্রতি বিদ্বেষ বা পরশ্রীকাতরতা মনের মধ্যে এত তীব্র জ্বালার সৃষ্টি করে যে, এরজন্য মানুষ মৃত্যুকে বরণ করতেও দ্বিধা করে না।  

বিস্তারিত

সূরা আল আনফাল;(১০ম পর্ব)

সূরা আল আনফাল;(১০ম পর্ব) বদর যুদ্ধে মুসলমানদের বিজয় মূলত: ইসলামের সত্যতার অন্যতম নিদর্শন এবং শিরক ও খোদাদ্রোহীতার অসারতা প্রমাণকারী। এ আয়াতের আরেকটি শিক্ষা হচ্ছে, যুক্তি ও যথার্থ দলিল-প্রমাণহীন অন্ধ ঈমানের চেয়ে জ্ঞান ও সচেতনতার সাথে আনা ঈমান বেশি মূল্যবান।

বিস্তারিত

সূরা আল আনফাল;(৯ম পর্ব)

সূরা আল আনফাল;(৯ম পর্ব) মানুষের প্রতি সৃষ্টিকর্তা আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ হচ্ছে, তিনি মানব জাতির জন্য তওবা বা অনুশোচনার একটি রাস্তা খোলা রেখেছেন। কেউ ভুল বা পাপ করে সত্যি সত্যিই অনুতপ্ত হয়ে মন থেকে আল্লাহর কাছে ক্ষমার আকুতি জানালে মহান প্রতিপালক আল্লাহ তাকে ক্ষমা করে দেন।

বিস্তারিত

সূরা আল আনফাল;(১১তম পর্ব)

সূরা আল আনফাল;(১১তম পর্ব) আল্লাহর পথে যারা মুজাহিদ অর্থাত যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয় তাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থায়ই যেন গর্ব-অহংকার, উন্মত্ততা এবং রিয়া বা লোক দেখানোর মনোভাব তাদেরকে গ্রাস না করে। যারা মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য লড়াই করবে তাদের সব কিছুই হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। উন্মত্ততা, ব্যক্তিগত শত্রুতা বা ইচ্ছার বশবর্তী হয়ে হত্যা তো দূরে থাক কারো সামান্য ক্ষতি করা যাবে না।

বিস্তারিত

সূরা আল আনফাল; (৬ষ্ঠ পর্ব)

সূরা আল আনফাল; (৬ষ্ঠ পর্ব) সাধারণত মানুষ যেসব অন্যায় করে যেমন, যাকাত, খুমস না দেয়া, প্রতারণা বা মিথ্যার আশ্রয় নেয়া, অন্যায় ও দুর্নীতির ব্যাপারে আপোষ করে চলা, এসবই কিন্তু করে থাকে অর্থ-সম্পদ বা সন্তান-সন্ততির মায়া বা আকর্ষণেই। কাজেই মহান আল্লাহ এই আয়াতে সম্পদ এবং সন্তান-সন্তুতিকে বড় পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন এবং সতর্ক করে দিয়েছেন মুমিন বিশ্বাসীরা যেন অর্থ-সম্পদ বা সন্তানের মোহে পড়ে বিভ্রান্ত না হয়ে পড়েন।

বিস্তারিত

সূরা আল আনফাল; (৫ম পর্ব)

সূরা আল আনফাল; (৫ম পর্ব) মানুষের সঙ্গে অন্যান্য জীব-জন্তুর পার্থক্য হচ্ছে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তি আছে, আর অন্যান্য জীবজন্তুর তা নেই। কাজেই মানুষ যদি কাজে-কর্মে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার চিন্তাশক্তি বা বুদ্ধিবৃত্তিকে কাজে লাগায়, চিন্তা-ভাবনা বা যাচাই-বাছাই ছাড়াই অন্যের কথায় চলতে থাকে বা অন্যকে অন্ধভাবে অনুসরণ করতে থাকে তাহলে এই মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কী থাকে? কাজেই যারা বিবেক-বুদ্ধি এবং চিন্তাশক্তিকে কাজে লাগায় না, অন্যের অন্ধ অনুসরণ বা অনুকরণ করতে থাকে, নিজেও যখন কোনো কথা বলে তাতেও চিন্তা বা জ্ঞান বুদ্ধির কোনো ছাপ থাকেনা এ ধরনের মানুষকে এই আয়াতে পশুর চেয়েও অধম বলা হয়েছে।

বিস্তারিত

সূরা আল আনফাল; (৪র্থ পর্ব)

সূরা আল আনফাল; (৪র্থ পর্ব) মুমিনদের জন্য আল্লাহর নির্দেশের অবাধ্য হওয়ার  আশঙ্কা থেকে যায়। কাজেই তাদের জন্যও সতর্কবাণীর প্রয়োজন রয়েছে। এ ছাড়া, সত্যকে জানার পর তা মেনে চলা উচিত। ঈমান কেবল মুখের দাবির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং কাজের মাধ্যমে তা বাস্তবায়িত করতে হবে।

বিস্তারিত

সূরা আল আনফাল;(৩য় পর্ব)

সূরা আল আনফাল;(৩য় পর্ব) অবিশ্বাসী কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ এবং সে যুদ্ধে মুসলমানদের বিজয়- এসবই ছিল অবিশ্বাসীদের ওপর আল্লাহর শাস্তি স্বরূপ। অবিশ্বাসী কাফেররা সব সময় আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণ করেছে, সত্য প্রত্যাখ্যান করেছে এবং অন্যায় ও জুলুমে প্রবৃত্ত হয়েছে। ফলে মহান আল্লাহ তাদের ওপর সত্যপন্থী মুসলমানদের বিজয় নিশ্চিত করেছেন, মুসলমানদের ঐশি মদদ দিয়ে সম্মানিত করেছেন। এটা হচ্ছে কাফেরদের প্রতি ইহকালীন শাস্তি। এ ছাড়া তাদের জন্য পরকালীন নরকের শাস্তিতো রয়েই গেছে।

বিস্তারিত

সূরা আল আনফাল;(২য় পর্ব)

সূরা আল আনফাল;(২য় পর্ব) বদর যুদ্ধে ফেরেশতারা সরাসরি যুদ্ধ করেননি। মুসলমানদের পাশে ফেরেশতাদের অবস্থানের ফলে মুসলিম বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস দৃঢ় হয়েছে, তাদের ঈমান শক্তিশালী হয়েছে, তাদের আত্মবল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, কাফের বাহিনীর মনে আতঙ্কের সৃষ্টি হয় এবং তাদের মধ্যে হতাশা দেখা দেয়।  

বিস্তারিত

সূরা আল আনফাল;(১ম পর্ব)

সূরা আল আনফাল;(১ম পর্ব) ঈমান হচ্ছে মনের বিশ্বাস এবং অনুভূতি যা মানুষের বাহ্যিক কাজ-কর্ম ও আচরণেও প্রতিফলিত হয়। এ ছাড়া ঈমানের বিভিন্ন স্তর আছে যা কখনো শক্তিশালী হয়, কখনো দুর্বল হয়।

বিস্তারিত

সূরা আ'রাফ; (৪৬তম পর্ব)

সূরা আ'রাফ; (৪৬তম পর্ব) কুরআনকে সম্মান করলে মানুষ আল্লাহর অনুগ্রহ লাভ করে। এর বিপরীতে কুরআনকে অসম্মান ও অশ্রদ্ধা করলে আল্লাহর গজব নেমে আসে। কুরআন তেলাওয়াতের সময় নীরব থাকাও কোরানের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ।

বিস্তারিত

সূরা আ'রাফ; (৪৫তম পর্ব)

সূরা আ'রাফ; (৪৫তম পর্ব) যিনি খোদা বা উপাস্য অন্যকে সাহায্য করার মত ক্ষমতা তার থাকতে হবে যাতে অন্যরা তার কাছে আশ্রয় নিতে পারে। কিন্তু আল্লাহ ছাড়া মনগড়া খোদাগুলো নিজেরাই নিজেদের বিপদ-আপদ থেকে রক্ষা করতে সক্ষম নয়।

বিস্তারিত

সূরা আ'রাফ; (৪৪তম পর্ব)

সূরা আ'রাফ; (৪৪তম পর্ব) নির্জীব বস্তুকে তো দূরের কথা আল্লাহর বান্দা বা মানুষকেও উপাস্য মনে করার কোনো অজুহাত বা যুক্তি নেই। জড় পদার্থ বা বস্তু কোনো কিছুই করতে সক্ষম নয়।

বিস্তারিত

সূরা আ'রাফ; (৪৩তম পর্ব)

সূরা আ'রাফ; (৪৩তম পর্ব) আমাদের যা আছে তা নিয়ে আমরা যেন অহংকার না করি, কারণ, আমরা আমাদের নিজ জীবনেরই মালিক নই। আমাদের সব কিছুই আল্লাহর হাতে রয়েছে এবং আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না ।

বিস্তারিত

সূরা আ'রাফ; (৪২তম পর্ব)

সূরা আ'রাফ; (৪২তম পর্ব) মৃত্যু সম্পর্কে উদাসীনতা চিন্তা ও কাজে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকে উৎসাহ দেয়। মৃত্যুর চিন্তা মানুষকে সত্য গ্রহণের জন্যে প্রস্তুত করে এবং এর ফলে মন থেকে গোড়ামী ও বিদ্বেষ দূর হয়ে যায়।

বিস্তারিত

সূরা আ'রাফ; (৪১তম পর্ব)

সূরা আ'রাফ; (৪১তম পর্ব) সবাই ঈমান আনবে বা সব মানুষই সংশোধিত হবে এমন আশা করা উচিত  নয়। কারণ, মহান আল্লাহ মানুষকে পথ বেছে নেয়ার স্বাধীনতা দেয়ায় অনেক মানুষ ভুল পথ নির্বাচন করবে এবং দোযখে যাবে এটাই স্বাভাবিক।

বিস্তারিত

সূরা আ'রাফ; (৪০তম পর্ব)

সূরা আ'রাফ; (৪০তম পর্ব) নিজের অতীত নিয়ে অহংকার করা ঠিক নয়। পতনের বিপদ সব সময়ই রয়েছে এবং যে যত বেশী উপরে উঠবে তার তত বেশী নীচে পড়ার আশংকা বেশী।

বিস্তারিত

সূরা আ'রাফ; (৩৯তম পর্ব)

সূরা আ'রাফ; (৩৯তম পর্ব) ধর্মভিত্তিক সংস্কারই হচ্ছে প্রকৃত সংস্কার। যারা মুখে সমাজ সংস্কারের কথা বলে কিন্তু আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করে না,তারা সমাজের জন্য প্রকৃত কল্যাণ বয়ে আনে না।

বিস্তারিত

সূরা আ'রাফ; (৩৮তম পর্ব)

সূরা আ'রাফ; (৩৮তম পর্ব) আল্লাহর দয়া ও রহমতের ব্যাপারে আশাবাদী হওয়ার পাশাপাশি তার কঠোর শাস্তির বিধানের কথাও মনে রাখতে হবে। এর মধ্যদিয়ে মানব সমাজে উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত হয়।

বিস্তারিত

আপনার মতামত

মন্তব্য নেই
*
*

আল হাসানাইন (আ.)