আল হাসানাইন (আ.)

কোরআন বিষয়ক জ্ঞান

কোরআন মজীদের দৃষ্টিতে ছ্বাহাবী ও রাসূলুল্লাহর (ছ্বাঃ) যুগের মুনাফিক্ব্

কোরআন মজীদের দৃষ্টিতে ছ্বাহাবী ও রাসূলুল্লাহর (ছ্বাঃ) যুগের মুনাফিক্ব্

নবী-রাসূলগণ (আঃ) ও আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমামগণের (আঃ) নিষ্পাপত্বের মানে এই নয় যে, তাঁদের মধ্য থেকে গুনাহ্ করার ক্ষমতা বিলুপ্ত করে দেয়া হয়েছে। তাহলে তো তাঁরা ফেরেশতা সমতুল্য হয়ে যেতেন এবং সে ক্ষেত্রে তাঁদের মাধ্যমে আমাদের জন্য আল্লাহ্ তা‘আলার হুজ্জাত্ পূর্ণ হতো না। কারণ, সে ক্ষেত্রে তাঁদেরকে আমাদের জন্য অনুসরণযোগ্য হিসেবে নির্ধারণ করা আল্লাহ্ তা‘আলার সুবিচারের ছ্বিফাতের বরখেলাফ হতো। তাই তাঁদের ইছ্বমাতের স্বরূপ হচ্ছে এই যে, তাঁদের মধ্য থেকে নাফরমানীর ক্ষমতা বিলুপ্ত না করা সত্ত্বেও রক্তধারার পবিত্রতা, জন্মের পর থেকেই পূতপবিত্র জীবনের অভ্যস্ততা ও খোদায়ী ওয়াহীর জ্ঞানের কারণে, বিশেষতঃ ‘ইলমে হুযূরীর কারণে, তাঁরা ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর নাফরমানী থেকে দূরে থাকেন।  

বিস্তারিত

আবতার কে বা কা’রা?

আবতার কে বা কা’রা? (হে রাসূল!) অবশ্যই আমি আপনাকে কাওছার দিয়েছি। সুতরাং আপনি আপনার রবের উদ্দেশে (শুকরিয়া স্বরূপ) নামায আদায় করুন ও পশু যবেহ্ করুন। নিঃসন্দেহে আপনার দুশমনই হচ্ছে আবতার

বিস্তারিত

হযরত মুসা (আ.)'র মু'জিজার কাছে ফেরাউনের জাদুকরদের পরাজয়

হযরত মুসা (আ.)'র মু'জিজার কাছে ফেরাউনের জাদুকরদের পরাজয় মুসা (আ.)'র দেখানো দু'টি মু'জেজার প্রতিক্রিয়ায় ফেরাউন ও তার দরবারের লোকেরা জাদুকরদের জড়ো করার সিদ্ধান্ত নেয়। তারা জাদুর মাধ্যমে মুসা (আ.) ও তার ভাই হারুনকে অপদস্ত করে জনগণের ওপর তাদের প্রভাব কমানো বা বিলুপ্ত করা সম্ভব হবে বলে ভেবেছিল।

বিস্তারিত

আল কোরআনের অলৌকিকতা (৭ম পর্ব)

আল কোরআনের অলৌকিকতা (৭ম পর্ব) আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)বলেছেন,“যারা কোরআনের সঙ্গী হয়,তাদের একটি বিষয় বাড়ে ও একটি বিষয় কমে,যা বাড়ে তা হল হেদায়াত বা সুপথের আলো,আর যা কমে তা হল,মনের অন্ধকার”।  

বিস্তারিত

ইসলাম মানুষকে সব ধরনের বাড়াবাড়ি থেকে দূরে থাকতে বলে

ইসলাম মানুষকে সব ধরনের বাড়াবাড়ি থেকে দূরে থাকতে বলে পবিত্র ধর্ম ইসলাম মানুষকে জীবনের সব ক্ষেত্রে সব ধরনের চরমপন্থা বা বাড়াবাড়ি থেকে দূরে থাকতে বলে। এই ধর্ম ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায়বিচার সমুন্নত রাখতে বলে। ইসলামের দৃষ্টিতে যে ব্যবস্থা ন্যায়বিচারভিত্তিক হবে কেবল তা-ই টিকে থাকবে। তাই এ ধর্ম সাক্ষ্য দানের সময় ন্যায় ও সততা বজায় রাখতে বলে। সাক্ষ্য দেয়ার সময় ব্যক্তিগত বাছ-বিচার বা পক্ষপাতিত্ব প্রকাশ বা সত্য গোপন করাকে নিষিদ্ধ করেছে ইসলাম;এমনকি সত্য ও ন্যায়-ভিত্তিক সাক্ষ্য দেয়ার ফলে তা যদি নিজের এবং বাবা-মায়ের মত ঘনিষ্ঠ জনের জন্যও ক্ষতিকর হয় সে ক্ষেত্রে সত্যকেই তুলে ধরতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ধনী-গরিবের মধ্যেও কোনো ভেদাভেদ করা যাবে না। অর্থাৎ ধনীর ধন-সম্পদ বা দরিদ্রের নিঃস্বতাও যেন সাক্ষ্য দানে প্রভাব না ফেলে। কারণ,তাদের অবস্থার বিষয়ে আল্লাহই সবার চেয়ে ভালো জ্ঞান রাখেন

বিস্তারিত

নারীর অধিকার রক্ষায় পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ ভূমিকা

নারীর অধিকার রক্ষায় পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্বনবী (সা.)'র পবিত্র আহলে বাইতের বর্ণনা অনুযায়ী আদম-হাওয়ার ঘরে একবার জন্ম নেন হযরত শীস (আ.) এবং অন্যবার জন্ম নেন হযরত ইয়াফস (আ.)। আল্লাহ বৃহস্পতিবার আসরের পর 'নাজালা'নামের এক হুরকে পাঠান যার সঙ্গে হযরত শীসের বিয়ে হয় এবং পরের দিন 'মানজেলা'নামের অপর এক হুর পাঠান যার সঙ্গে ইয়াফসের বিয়ে হয়। এভাবে শীসের এক পুত্র ও ইয়াফসের এক কন্যা জন্ম নেয়। পরে এই নাতী ও নাতনীর মধ্যে বিয়ে হয়। আর এভাবেই আদম-হাওয়ার বংশ বাড়তে থাকে

বিস্তারিত

পবিত্র কুরআন জ্ঞান ও সচেতনতা দান করে

পবিত্র কুরআন জ্ঞান ও সচেতনতা দান করে ওহি নবীদের ভেতরকার এমন এক বিশেষ চেতনা ও উপলব্ধি যা আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া অন্য কারো পক্ষে বোঝা সম্ভব নয়।

বিস্তারিত

বিস্ময়কর গ্রন্থ আল-কুরআন

বিস্ময়কর গ্রন্থ আল-কুরআন কুরআন যে কেবল এর প্রতি অনুরক্ত মুসলিমদের দ্বারা একটি ‘বিস্ময়কর গ্রন্থ’ বলে আখ্যায়িত হয়েছে তা নয়;বরং অমুসলিমদের দ্বারাও তা ‘বিস্ময়কর’ বলেই আখ্যায়িত হয়েছে। এমনকি যারা ইসলামকে চরমভাবে ঘৃণা করে তারাও একে বিস্ময়কর গ্রন্থ হিসাবে স্বীকৃতি দিয়েছে।

বিস্তারিত

পবিত্র কোরআন বিকৃতি থেকে মুক্ত

পবিত্র কোরআন বিকৃতি থেকে মুক্ত পবিত্র কোরআনই একমাত্র গ্রন্থ যা দৃঢ় কন্ঠে ও সুস্পষ্ট রূপে ঘোষণা করেছে যে,কেউই এর সমকক্ষ কোন গ্রন্থ আনতে সক্ষম হবে না। এমনকি যদি সমস্ত মানুষ ও জিন সম্প্রদায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমেও চেষ্টা করে তথাপি এ ধরনের কর্ম সম্পাদনে সমর্থ্য হবে না।(সূরা ইসরা-৮৮) তদুপরি সামগ্রিক কোরআনের মত কোন গ্রন্থ যে আনতে পারবে না,কেবলমাত্র তা-ই নয়;বরং দশটি সূরা(সূরা হুদ-১৩)এমনকি এক লাইন বিশিষ্ট একটি সূরাও আনতে অক্ষম।(সূরা ইউনুস-৩৮)

বিস্তারিত

সমাজ কল্যাণে আল-কুরআনের ভূমিকা

সমাজ কল্যাণে আল-কুরআনের ভূমিকা মানুষের সমাজব্যবস্থা, সমাজব্যবস্থার উন্নয়ন এবং ঐতিহাসিক ঘটনাপ্রবাহ প্রভৃতি কতিপয় খোদায়ী আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত এই সমাজব্যবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য আসমানি গ্রন্থ আল-কুরআন সুনির্দিষ্ট নীতিমালা উপহার দিয়েছে। এই সুনির্দিষ্ট নীতিমালার আলোকে সমাজকল্যাণে আল-কুরআন বিরাট ভূমিকা পালন করে থাকে।  

বিস্তারিত

আল কোরআনের অলৌকিকতা (৬ষ্ঠ পর্ব)

আল কোরআনের অলৌকিকতা (৬ষ্ঠ পর্ব) শয়তান অশ্লীলতা, পাপ, মন্দ কাজ ও অনাচার ছড়িয়ে দেয়ার জন্য এসব কাজকে মানুষের কাছে সুন্দর চেহারায় তুলে ধরে যাতে তাদের সর্বনাশ ঘটে। অন্যদিকে কোরআন মানুষকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় ও চিরস্থায়ী সৌভাগ্যের দিকে নিয়ে যেতে চায়।

বিস্তারিত

আল কোরআনের অলৌকিকতা (৫ম পর্ব)

আল কোরআনের অলৌকিকতা (৫ম পর্ব) পবিত্র কোরআনের সৌন্দর্য্যে অভিভূত অনেক মনীষী বা বিশেষজ্ঞ অনেক কথা বলেছেন নিজস্ব ক্ষমতা ও উপলব্ধির আলোকে। কিন্তু যিনি কোরআনের স্রস্টা ও সব জ্ঞানের অধিকারী, সেই মহান আল্লাহও কোরআনের পরিচয়, নাম ও বৈশিষ্ট্য তুলে ধরেছেন এ মহাগ্রন্থের মধ্যেই।

বিস্তারিত

আল কোরআনের অলৌকিকতা (চতুর্থ পর্ব)

আল কোরআনের অলৌকিকতা (চতুর্থ পর্ব) পবিত্র কোরআন সুপথ বা হেদায়াত লাভের ঐশী মহাগ্রন্থ। প্রতিদিন লাখ লাখ মুসলমান এবং এমনকি অনেক অমুসলমানও বিভিন্ন ভাষায় অধ্যয়ন করছেন এই অনন্য কিতাব। এ আসমানি কিতাব সব সময়ই মানুষকে জ্ঞান অর্জন করতে ও জ্ঞানের বিভিন্ন বিষয় থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানায়।

বিস্তারিত

পবিত্র কোরআন ও বিশ্বের চিন্তাবিদ মহল

 পবিত্র কোরআন ও বিশ্বের চিন্তাবিদ মহল পবিত্র কোরআন মহান আল্লাহর অলৌকিক ক্ষমতার নিদর্শন। এই মহাগ্রন্থ ইসলামের বিশ্বজনীনতা ও চিরস্থায়ীত্বের অন্যতম প্রমাণ। খোদায়ী এই গ্রন্থ অনেক ষড়যন্ত্র সত্ত্বেও বিকৃতির হাত থেকে রক্ষা পেয়েছে এবং তা সত্যপিপাসু মানব সমাজকে বিভ্রান্তি ও অধঃপতন থেকে রক্ষা করছে।

বিস্তারিত

আল কোরআনের অলৌকিকতা (৩য় পর্ব)

আল কোরআনের অলৌকিকতা (৩য় পর্ব) আল্লাহ তায়ালা বলেছেন, ‘আমি কল্যাণময় গ্রন্থ তোমার প্রতি অবতীর্ণ করেছি,যাতে মানুষ এর আয়াতসমুহ অনুধাবন করে এবং বোধশক্তিসম্পন্ন ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করে’।

বিস্তারিত

আল কোরআনের অলৌকিকতা (২য় পর্ব)

আল কোরআনের অলৌকিকতা (২য় পর্ব)   এটি এমন একটি গ্রন্থ, যা আমি অবতীর্ণ করেছি, খুব মঙ্গলময়, অতএব, এর অনুসরণ কর এবং ভয় কর-যাতে তোমরা আল্লাহর করুণা বা রহমতপ্রাপ্ত হও।

বিস্তারিত

বিস্ময়কর কুরআন:গ্যারি মিলার-পর্ব-৪ (ভ্রুণবিদ্যা)

বিস্ময়কর কুরআন:গ্যারি মিলার-পর্ব-৪ (ভ্রুণবিদ্যা) কুরআন শিশুর বৃদ্ধি সম্পর্কে যা বলছে এগুলোর কিছু কিছু ৩০ বছের আগেও কেউ জানতোনা

বিস্তারিত

মহান আল্লাহর মহাসৃষ্টি পানি ও এর বার্তা

মহান আল্লাহর মহাসৃষ্টি পানি ও এর বার্তা পানির অপর নাম জীবন। মানুষের জীবনের অনেক মৌলিক দিকই পানির ওপর নির্ভরশীল। এ জন্যই দেখা যায় অতীতের বড় বড় সভ্যতাগুলো গড়ে উঠেছিল নদী-তীরে। যেমন, সিন্ধু নদ, নীল নদী এবং ইরাক অঞ্চলের দজলা-ফোরাত নদীর তীরে গড়ে উঠেছে বড় বড় সভ্যতা।

বিস্তারিত

বিস্ময়কর কুরআন:গ্যারি মিলার: পর্ব-৩

বিস্ময়কর কুরআন:গ্যারি মিলার: পর্ব-৩ তারা কি কুরআন নিয়ে চিন্তাভাবনা করেনা?, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসত তাহলে তারা এতে অনেক অনঙ্গতি খুঁজে পেত

বিস্তারিত

কোরআন ও চিকিৎসা বিজ্ঞান

কোরআন ও চিকিৎসা বিজ্ঞান ইসলাম ধর্মে জ্ঞানার্জনের উপর ব্যাপক গুরুত্ব দেয়া হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে স্বাস্থ্য ও চিকিৎসার ব্যাপারে নানা দিক নির্দেশনা রয়েছে। চিকিৎসা বিষয়ে কোরআনে উল্লেখিত বিষয়াদির ব্যাপক গুরুত্বের কারণে এ পর্যন্ত এ ইস্যুতে বহু সেমিনার ও সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিস্তারিত

আপনার মতামত

মন্তব্য নেই
*
*

আল হাসানাইন (আ.)