12। ইবনে আবী দারেম্ ও“ মীজানুল এ’ তেদাল ” পুস্তক
“ আহমদ বিন মুহম্মদ ” ওরফে“ ইবনে আবী দারেম্ ” মুহাদ্দীসে কুফী (মৃত: 365 হিঃ) মুহম্মদ বিন আহমদ বিন হাম্মদ কুফী তার সম্পর্কে বলেছেন যে:” كان مستقيم الأمر، عامة دهره “ অর্থাৎ: উনি সারা জীবন সঠিক পথের পথিক ছিলেন।
তার সামনে এই ঘটনাকে এভাবে বর্ণনা করা হল যে:
إنّ عمر رفس فاطمة حتي أسقطت بمحسن
অর্থাৎ: উমর হজরত ফাতিমা (আ.) এর গর্ভে লাথিমারে তাঁর গর্ভে মহসিন (নামে বাচ্চা) ছিল সে গর্ভপাত হয়ে যায়।23 (চিন্তা করুন!)
13। আব্দুল ফাত্তাহ আব্দুল মকছুদ ও“ আল ইমাম আলী ” পুস্তক
তিনি তাঁর গ্রন্থে হজরত ফাতিমা (আ.) এর গৃহে আক্রমণের ঘটনাকে দু’ দুবার বর্ণনা করেছেন ,কিন্তু আমি তার মধ্যে একটি বর্ণনা করছি:-
والذي نفس عمر بيده، ليخرجنّ أو لأحرقنّها علي من فيها ...!
قالت له طائفة خانت الله، ورعت الرسول في عقبه
يا أبا حفص، إنّ فيها فاطمة
فصاح لايبالي: و إن
واقترب وقرع الباب، ثمّ ضربه واقتحمه ...!
অর্থাৎ: যার হাতে উমরের জান আছে তার কসম খেয়ে বলছি তোমরা ঘর থেকে বাইরে বের হয়ে এস ,নইলে ঘরে যারা আছে তাদের সহ ঘরকে জ্বালিয়ে দেব।
খোদাভীরু কিছু লোক আল্লাহর ভয়ে এবং রসুলের ঘরের সম্মান রক্ষার জন্য উমরের উদ্দেশ্যে বলল:
“ হে হাফসার পিতা! এই ঘরে ফাতিমা (আ.) আছেন ”
সে চিৎকার করে বলল:“ থাকে থাকুক!!”
দরজার নিকট গিয়ে দরজায় কড়া নাড়ল ,অতঃপর ঘুঁসি ও লাথি মেরে দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করল।
হজরত আলী (আ.) কে গ্রেফতার করে ।
হজরত ফাতিমা (আ.) এর আর্তনাদও চিৎকার প্রবেশদ্বার থেকে শোনাগেল আর তিনি আর্তনাদ করে সাহায্য প্রার্থনা করছিলেন।24
এই আলোচনাকে আর একটি হাদীস“ মাকাতিল ইব্নে আতীয়া ” এর আল ইমামাত ওয়াস সিয়াসাত গ্রন্থ থেকে বর্ণনা করে সমাপ্ত করব ,(এছাড়াও এখন অনেক কিছু আছে যা বলা এখন সম্ভব নয় বলে রয়ে গেল)
তিনি তাঁর পুস্তকে এমনি লিপিবদ্ধ করেছেন:
إنّ أبابكر بعد ما أخذ البيعة لنفسه من الناس بالإرهاب والسيف والقوّه أرسل عمر، وقنفذاً وجماعة إلي دار علي وفاطمة عليهماالسلام وجمع عمر الحطاب علي دار فاطمة وأحرق باب الدار
অর্থাৎ: যখন আবুবকর জনগণকে হুমকি দিয়ে তলোয়ার দিয়ে বলপূর্বক বাইয়াত নিল ; উমর ,কুনফুজ ও একদল লোককে হজরত আলী ও হজরত ফাতিমার গৃহে পাঠাল ,উমর কাঠ একত্র করে ঘরের দ্বারকে আগুন দ্বারা জ্বালিয়ে দিল ।25
এ রেওয়ায়েতের শেষে এমন কিছু কথা এসেছে যা এ কলম লিখতে অক্ষম।
*****
ফল : এতগুলো উজ্জল প্রমাণ ও দলিল তাদেরই গ্রন্থসমূহে বর্ণিত“‘ হওয়ার পরেও বলছে“ শাহাদাতের কল্পকাহিনী...!”
এনসাফ কোথায় ?!
এই সামান্য সনদযুক্ত প্রবন্ধটি যে পড়বে অবশ্যই সে বুঝতে পারবে যে রাসূল (সা.) এর ইন্তেকালের পর তাঁর শত্রুরা কেমন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছিল ,শাসন ক্ষমতা ও খেলাফতকে অর্জন করার জন্য কি না করেছে ,সমস্ত স্বাধীন চিন্তাবিদ ও নিরপেক্ষ ব্যক্তিদের জন্য চুড়ান্ত যুক্তি-প্রমান পেশ করে দিলাম। কেন না আমি নিজের থেকে কোন কিছু লিখিনি আমি যাকিছু লিখেছি তা তাদের নিকট গ্রহণীয় পুস্তক সমূহ থেকে বর্ণনা ছাড়া অন্য কিছু করিনি।
*****
হে আল্লাহ তুমি তোমার সর্বশেষ খলিফা হজরত ফাতিমার সন্তান ইউসুফকে (ইমাম মাহ্দী (আ.) কে) শীঘ্র আবির্ভূব করুন এবং জগৎ কে অন্যায় থেকে মুক্তি দিন ,আমাদের সকলকে তাঁর প্রকৃত অনুসারীতে পরিণত করুন আমিন -।
____________________
ওয়াস্ সালাম
হাওজা ইমলীয়া ,পবিত্র শিক্ষা নগরী কুম ,
ইসলামী প্রজাতন্ত্র ইরান
নূরুল ইসলাম একাডেমী কর্তৃক যে সমস্ত পুস্তক প্রকাশ করছে:
1. খিলাফত বনাম ইমামত ,লেখক: গবেষক মরহুম মুহম্মদ নূরুল ইসলাম ইব্নে মুহম্মদ নজিবোল ইসলাম খান (রহ.)
2. চৌদ্দ মাসুম (আলাইহিমুস্সালাম)-এর সংক্ষিপ্ত জীবনী ( হজরত রসূল (স.) হতে হজরত মাহ্দী (আ.) পর্যন্ত ,14 টী পুস্তিকা)
3. ওহি-গৃহে আক্রমণ
4. সফলতার একটাই পথ
5. দোওয়া-এ-তাওয়াস্সুল (সাথে উচ্চারণ ও অনুবাদ)
6. শিয়াদের প্রতি অশোভন অভিযোগ
7. পবিত্র রজব মাস মহান আল্লাহর মাস
8. পবিত্র শাবান মাসের খোৎবার বঙ্গানুবাদ
9. পবিত্র রমজান মাসের ফজিলত ও আমল
10. পবিত্র শাবান মাসের ফজিলত ও আমল
প্রাপ্তিস্থান:
1. মাজমা-এ-যাখায়ের-এ-ইসলামী ,কুম ,ইরান।
2. মাদ্রাসা-এ-ইমাম খোমেনী(রঃ) ,কুম ,ইরান।
3. মাদ্রারাসা-এ-আহলুল বায়েত (আ.) ,হুগলী ইমাম বাড়া ,মাওলানা হাবীবুল্লাহ খান সাহেব ।
4. আল-মাহ্দী আহলুল বায়েত রিসার্চ সেন্টার ,চন্ডীপুর ঢোলাহাট ,দক্ষীণ 24পরগনা ,সেল: 09734 514 103
5. শহীদান-এ-কারবালা গণপাঠাগার ,মাসিয় ,24 পরগনা (উঃ) ,মাওলানা হায়দার আলী সাহেব সেল:09732716046
6. আল-ক্বায়েম ইসলামী রিসার্চ সেন্টার ,কুমারপুর ,পূর্ব মেদিনী পুর ,মাহবুব আলম শাহ ,সেল: 09851473603
7. মাদ্রাসা আলী ইবনে আবী তালিব (আ.) ,মেটিয়াবুরুজ কোলকাতা 700024 ,ফোন নং 2469 7407
8. আলে ইয়াসীন (আ.) গবেষণাগার ,কোয়াবেড়িয়া ,ইদ্রীস আলী খান (এম ,এস ,সি) সেল: 09733860132
9. সাগর ক্লাব ,ইমাম সাদকি(আ.) ইসলামীক রিসার্চ সন্টোর: 9051375515। বারাগোয়াল ,উলুবড়েয়িা : : 8478913437। খাজুট্ট , বাগনান ,হাওড়া : 7584952075।