আল হাসানাইন (আ.)

হযরত আলী আকবর (আ.) এর জন্মবার্ষিকী

0 বিভিন্ন মতামত 00.0 / 5

১১ই শাবান মদীনায় জন্ম গ্রহণ করেন কারবালার অনন্য বীর,আহলে বাইতের তৃতীয় ইমাম হযরত ইমাম হোসাইন ইবনে আলী (আ.)এর পুত্র হযরত আলী আকবর (আ.)। তার পিতা ছিলেন  আর মাতা ছিলেন লায়লা বিনতে আবি মররা বিন উরওয়া বিন মাসউদ সাকাফী।তার পবিত্র জন্মদিনে সাবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

তিনি ছিলেন দেখতে এবং আচার-আচরণে অবিকল রাসূল-(সা.) সদৃশ। এমনকি তাঁর কণ্ঠও ছিল রাসূল (সা.)এর কণ্ঠের অনুরূপ। কারবালা ময়দানে তাঁর আজান শুনে অনেক বয়স্ক শত্রুও চমকে উঠেছিল। তিনি মাত্র ১৮ বছর বয়সে কারবালার ময়দানে বহু মুনাফিককে জাহান্নামে পাঠিয়ে শহীদ হন।

আপনার মতামত

মন্তব্য নেই
*
*

আল হাসানাইন (আ.)