ইমাম জয়নুল আবেদীনের(আ.) কিছু বানী
আল্লাহর অধিকারঃ বান্দার উপর আল্লাহর অধিকার এই যে,বান্দা তাকে এক ও অদ্বিত্বীয় মনে করে তাঁর ইবাদাত করবে। আর যদি তা তুমি কর,তবে তিনি তোমাকে ইহকাল ও পরকালে পরিপুর্ণতা দান করবেন।
আত্নার অধিকারঃ তোমার উপর তো্মার আত্মার অধিকার এমন যে, তুমি তাকে আল্লাহর আনুগত্য বা হুকুম পালনে অভ্যস্ত করে তুলবে।
মুখের অধিকারঃ বাজে কথা বলা থেকে দূরে রাখা,ভাল কথা বলাত অভ্যাস করানো,আর যে কথা বলায় কোন উপকার নেই সে ধরনের কথা বলা থেকে দূরে রাখা এবং মানুষের ভাল দিক গুলো সম্বন্ধে আলোচনা করা।
কানের অধিকারঃ গীবত শোনা থেকে দূরে থাকা এবং যে গুলো শোনা হালাল নয় যেমনঃ অশ্লীল গান-বাজনা,অশ্লীল কথা বার্তা ইত্যাদি।
চোখের অধিকারঃ অশ্লীল কোন কিছু বা না মাহরামের (যাদের সাথে বৈবাহিক সম্পর্ক বৈধ) দিকে না তাকানো ।
হাতের অধিকারঃ হারাম কাজে হাত দেয়া থেকে বিরত থাকা।
পায়ের অধিকারঃ হারাম কাজে যাওয়া থেকে বিরত থাকা,কেননা এই পা দিয়েই পুল সিরাত পার হতে হবে,সে সময় তুমি যেন পা পিছলে না পড়,তাহলে দোযখের আগুনে পড়বে।
পেটের অধিকারঃ হারাম খাবার দিয়ে উদর পূর্ণ করো না এবং পেট ভর্তি করে খেয়ো না।
লজ্জা স্থানের অধিকারঃ সেটিকে অশ্লীল কাজ থেকে দূরে রাখা এবং মানুষের দৃষ্টির আড়ালে রাখা।
সালাতের অধিকারঃ সালাত হচ্ছে আল্লাহর দরবারে হাজির হওয়া তার মানে আল্লাহর সামনে দাঁড়ানো,আর যদি নিজেকে তুচ্ছ,ছোট ভেবে এবং একাগ্রচিত্তে তার সামনে দাঁড়াবে ।