হাদীসসমূহে উপস্থাপিত এই আয়াতের ব্যাখ্যা
সুয়ূতী তার তাফসীরে ইবনে আব্বাসের সূত্রে উল্লেখ করে
“
মহানবী (সাঃ) বলেছেনঃ সর্বশক্তিমান আল্লাহ তার সৃষ্টিকে দু’
অংশে বিভক্ত করেছেন এবং আমাদেরকে করেছেন তাদের মধ্যে সর্বোত্তম! তারপর তিনি বললেনঃ তিনি গোত্র ও পরিবারে বিভক্ত করলেন এবং আমাদের অবস্থান নির্ধারণ করলেন সর্বোত্তম পরিবারসমূহে । এই আয়াত“
হে নবীপরিবার! আল্লাহ তো কেবল চাহেন তোমাদিগ হতে অপবিত্রতা দুর করতে এবং তোমাদিগকে সম্পূর্ণ রূপে পবিত্র করতে”
সর্বশক্তিমান আল্লাহ তা’
য়ালা এই বিষয়টিই সুস্পষ্ট করে দিলেন । কাজেই আমি এবং আমার পরিবারবর্গ সকল ধরণের পাপ এবং অপবিত্রতা হতে মুক্ত”
।
সুয়ুতী যাহ্হাক ইবনে মুজাহিম হতে বর্ণনা করেন
যে , মহানবী (সাঃ) বলেছেনঃ“
আমরা সেই পরিবারের যাদেরকে আল্লাহ তা’
য়ালা পূতঃপবিত্র ঘোষণা করেছেন , এবং নবুওয়াতের উৎস এবং কেন্দ্রবিন্দু হতে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন । আমাদের ঘর হলো সেই ঘর যেখানে সদাসর্বদা ফেরেশতাদের আগমন ঘটতো ; এই ঘর রহমতের অবস্থানস্থল এবং জ্ঞান ও প্রজ্ঞার ঝর্ণাধারা”
।
তাবারী (তার তাফসীরে) এবং মুহিব-ই-তাবারী (জাখায়েরূ আল-উকবা) আবু সাঈদ খুদরী হতে উদ্ধৃতি দিয়েছেন যে , মহানবী (সাঃ) বলেছেনঃ“
এই আয়াতটি নাজিল হয়েছে পাচঁ ব্যক্তিকে উদ্দেশ্য করে ,যারা হলো: আমি নিজে , আলী , ফাতেমা , হাসান এবং হুসাইন”
। মুশকিল আল-আসার”
নামক গ্রন্থে উম্মে সালামা হতে এই বিষয়ে উদ্ধৃতি দেয়া হয়েছে ,তিনি বলেছেনঃ“
এই আয়াত নাজিল হয়েছিল মহানবী , আলী , ফাতেমা , হাসান এবং হুসাইন (তাদের সকলের উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক) -কে উদ্দেশ্য করে”
।
পূর্ববর্তী হাদীসসমূহে মহানবী (সাঃ) কিভাবে এই আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণ উপস্থাপন করেছেন এবং কিভাবে তার বক্তব্য ও আচরণ–
দ্বারা এই বিষয়ের উপর আলোকপাত তা স্পষ্টায়ন করা হয়েছে ।
সহীহ্ মুসলিমের বর্ণনানুসারে , মহানবী (সাঃ) -এর এক প্রখ্যাত সাহাবী জায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে , মহানবী (সাঃ) -এর পরিবারের সদস্য বলতে কাদেরকে বোঝানো হয়েছে এবং তার স্ত্রীগণও তাদের মধ্যে অন্তর্ভূক্ত কিনা । তিনি জবাবে বললেন ।
“
স্ত্রীগণ পরিবারের অন্তর্ভূক্ত নয় । আল্লাহর কসম! একজন মহিলা তার স্বামীর সাথে কিছু সময় বসবাস করে , অতঃপর তালাক প্রাপ্তা হলে তার পিতা ও অন্যান্য আত্মীয়-স্বজনের কাছে ফিরে যায় । মহানবী (সাঃ) -এর পরিবারের সদস্য হলেন তারা যাদের সাথে তার পারিবারিক বন্ধন (রক্ত সম্পর্ক) আছে এবং যাদের জন্য সাদকা গ্রহণ নিষিদ্ধ ।”
“
মাজমউল-জাওয়ায়েদ”
গ্রন্থে হাশেমী বর্ণনা করেছেন যে , আবু সাঈদ খুদরী বলেছেনঃ“
মহানবী (সাঃ) -এর পরিবারের সদস্য হলেন তারা যাদেরকে সর্বশক্তিমান আল্লাহ সকল ধরণের পংকিলতা এবং অপবিত্রতা হতে পবিত্র করেছেন এবং তাদেরকে পূতঃপবিত্র ঘাষণা করেছেন”
। তারপর আবু সাঈদ খুদরী আঙ্গুল–
দ্বারা তাদেরকে গণনা করলেন এবং বললেনঃ তারা হলেন পাচজন , মহানবী , আলী ,ফাতেমা , হাসান এবং হুসাইন (তাদের সকলের উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক)”
।
তাবারী তার তাফসীরে বর্ণনা করেন , তাতহীর-এর পবিত্র আয়াতের ব্যাখ্যায় কাতাদা বলেনঃ
মহানবী (সাঃ) -এর পরিবারের লোক হলো তারা যাদেরকে মহান আল্লাহ তা’
য়ালা সকল পাপ হতে পবিত্র করেছেন এবং যাদের উপর বিশেষ রহমত অবতির্ণ করেছেন । এই আয়াতের ব্যাখ্যায় তিনি আরও বলেন ,“
ইহাই ইহা এবং অন্য কিছু নয় , আল্লাহর আকাঙ্ক্ষা হলো সকল ধরণের খারাবী এবং গর্হিত বিষয় হতে মহানবী (সাঃ) -এর পরিবারের সদস্যবর্গ(আহলে বাইত)-কে মুক্ত রাখা এবং তাদেরকে সকল ধরণের পাপ-পংকিলতা হতে পবিত্র রাখা”
।