ইমাম হোসেনের সংগ্রাম
ফকির গরীবুল্লাহ
হোসেন বলেন বিবি না কান্দিও আর ।
আমা বাদে ভাল হবে তোমা সবাকার।
সহরবানু বলে ভাল কিসে হবে আর ।
না রাখিলে মোর বংশ এজিদ কুফার।।
আপনি চলিল ফের করিতে লড়াই।
কুফরে সুপিয়া যাহ কি হবে ভালাই।।
এমাম বলেন বিবি না কান্দিও আর ।
রদ না হইবে কভু কলম আল্লার ।।
ঘিরিয়া রাখিল কুফর পানি বন্দ করে ।
পানি পানি করে যত সব গেল মরে।।
তোমরা মরহ সবে পানির লাগিয়া।।
মেরা জিউ পানি বিনে যায় নেকালিয়া।।
আজ কালি পানি বিনে মরিব নিশ্চয়।
লড়িয়া মরিলে নাম রবে দুনিয়ায় ।।
তোমা সবে সুপে যাই এলাহি আলমিনে।
আর কি ভরসা আছে কারবালা ময়দানে।।
জয়নাল আবদিনের তরে না দিবে ছাড়িয়া। য
যতনে তাম্বুর নিচে রাখ লুকাইয়া।।
এত বলি সবা হইতে বিদায় লইয়া।
চড়িল ঘোড়ার পরে বিসমিল্লা বলিয়া।।
চার রেকাবের উচা ঘোড়া জোরওয়ার।
হাওয়ায় মিশিয়া গেল ময়দান উপর।। [জঙ্গনামা]