আল হাসানাইন (আ.)

ইমাম হাসান (আ.)

ইমাম হাসান (আ) এর বেদনা বিধুর শাহাদাৎ বার্ষিকী

ইমাম হাসান (আ) এর বেদনা বিধুর শাহাদাৎ বার্ষিকী

রাসূলে কারিম (সা) এর মহান আহলে বাইতের দ্বিতীয় ইমাম, বেহেশতের যুবকদের সর্দার, ইসলামের বিকাশ ও উন্নয়নে যাঁর ছিল অসামান্য অবদান-তিনি হলেন ইমাম হাসান (আ)। ৫০ হিজরীর ২৮শে সফর তিনি এই পার্থিব জগতের মায়া ত্যাগ করে, সমগ্র বিশ্ববাসীকে বেদনাহত করে চলে যান পরকালের অনন্ত জীবনে। ইমাম হাসান (আ) এর বেদনা বিধুর শাহাদাৎ বার্ষিকীতে আপনাদের প্রতি রইলো আন্তরিক শোক ও সমবেদনা।

বিস্তারিত

মুয়াবিয়ার সঙ্গে হাসান (আ)'র যুদ্ধ-বিরতির রহস্য

মুয়াবিয়ার সঙ্গে হাসান (আ)'র যুদ্ধ-বিরতির রহস্য তিনি জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় হিজরির ১৫ ই রমজানে। আর শাহাদত বরণ করেন ৫০ হিজরির ২৮ শে সফর। ইনি হলেন বেহেশতি যুবকদের অন্যতম সর্দার এবং বিশ্বনবী (সা.)'র পবিত্র আহলে বাইতের সদস্য ও অন্যতম প্রিয় নাতি হযরত ইমাম হাসান মুজতাবা (আ.)। তিনি ছিলেন আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) ও হযরত ফাতিমা (সা.)'র প্রথম সন্তান এবং সে যুগের সব মু’মিন মুসলমানের দৃষ্টিতে সবচেয়ে প্রিয় শিশু।

বিস্তারিত

ইমাম হাসান (আ.)-এর জন্মদিন

ইমাম হাসান (আ.)-এর জন্মদিন তিনি ছিলেন অত্যন্ত সৌজন্যবোধ সম্পন্ন ও নিরহংকার মানুষ। রাস্তার ভিক্ষুকদের পাশে বসতে তাঁর কোনো দ্বিধা ছিল না। ধর্মীয় বিষয়াদিতে জিজ্ঞাসার জবাব দিতে তিনি মদীনার পথেও বসে যেতেন। তিনি অত্যন্ত সম্প্রীতিবোধসম্পন্ন ও অতিথিপরায়ণ ছিলেন এবং কোনো দরিদ্র ও নিঃস্ব লোক তাঁর বাড়িতে গেলে তিনি তাদেরকে কখনই খালি হাতে ফিরিয়ে দেননি।

বিস্তারিত

হযরত ইমাম হাসান মুজতাবা (আ.)এর শাহাদাতবার্ষিকী

হযরত ইমাম হাসান মুজতাবা (আ.)এর শাহাদাতবার্ষিকী ২৮শে সফর নবীজীর আহলে বাইতের ইমাম হযরত হাসান মুজতাবা (আ.)এর শাহাদাতবার্ষিকী। ৫০ হিজরির এই দিনে ইমাম হাসান মুজতাবা (আ) খোদার দিদারে চলে যান আর সমগ্র মুসলিম বিশ্ব ইমামকে হারানোর ব্যথায় শোকাভিভূত হয়ে পড়ে। মহান এই ইমামের বেদনাঘন শাহাদাতবার্ষিকীতে তাই আপনাদের জানাচ্ছি আন্তরিক শোক ও সমবেদনা।

বিস্তারিত

ইমাম হাসান (আ.)

ইমাম হাসান (আ.) যারা হাসান ও হুসাইনকে ভালবাসবে তারা আমাকেই ভালবাসলো। আর যারা এ দুজনের সাথে শত্রুতা করবে তারা আমাকেই তাদের শত্রু হিসাবে গণ্য করলো

বিস্তারিত

সিবতে আকবার : ইমাম হাসান মুজতাবা (আ.)

সিবতে আকবার : ইমাম হাসান মুজতাবা (আ.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতেমা,হাসান ও হুসাইনকে উদ্দেশ্য করে বলেন : ‘আমি তার সাথে শত্রুতা করি,যে তোমাদের সাথে শত্রুতা করে। আর তার সাথে শান্তি বজায় রাখি যে তোমাদের সাথে শান্তি বজায় রাখে।

বিস্তারিত

ইমাম হাসান (আ.) মুয়াবিয়াকে কখনও স্বীকৃতি দেননি

ইমাম হাসান (আ.) মুয়াবিয়াকে কখনও স্বীকৃতি দেননি হযরত ইমাম হাসান মুজতাবা (আ.)'র পবিত্র জন্ম-বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও মুবারকবাদ।

বিস্তারিত

এক নজরে ইমাম হাসান মুজতাবা (আ.)-এর জীবনবৃত্তান্ত

এক নজরে ইমাম হাসান মুজতাবা (আ.)-এর জীবনবৃত্তান্ত ‘মহান  আল্লাহ তার (ইমাম হাসান মুজতাবা) মাধ্যমে আমার উম্মতের মধ্যে দু’দলকে সন্ধি করাবেন এবং তারা তার আশীর্বাদপূর্ণ অস্তিত্বের মাধ্যমে নিরাপত্তা,স্বস্তি ও শান্তি লাভ করবে।’- রাসূলুল্লাহ (সা.)

বিস্তারিত

আপনার মতামত

মন্তব্য নেই
*
*

আল হাসানাইন (আ.)