কোন কাফেরকে কোরআন শরীফ দেয়া জায়েয হবে কি?
প্রশ্ন : কোন কাফেরকে কোরআন শরীফ দেয়া জায়েয হবে কি?
উত্তর দিয়েছেন আয়াতুল্লাহ্ নাসের মাকারেম সিরাজী
উত্তর : যদি কোন কাফেরের হাতে কোরআন শরীফ দেয়ার ফলে কোরআনের অসম্মান হয় তবে তা দেয়া জায়েয নয়,কিন্তু যদি জানি কোন অমুসলমান বাস্তবিকই ইসলাম সম্পর্কে চিন্তা ও গবেষণা করতে চায় এবং এ লক্ষ্যইে কোরআন অধ্যয়ন করতে আগ্রহী বলে মনে হয় তাহলে তাকে কোরআন দেয়া শুধু জায়েযই নয়,কোন কোন ক্ষেত্রে ওয়াজিবও।
এজন্যই বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠান কোরআনকে বিভিন্ন ভাষায় অনুবাদের ব্যবস্থা করে থাকে। এতে সত্যাকাঙ্ক্ষী ও সত্যপিপাসুদের নিকট ইসলামের আহ্বান সহজেই পৌঁছানো সম্ভব হয়। ( জ্যোতি ১ম বর্ষ, ৪র্থ সংখ্যা)