নও মুসলিম
আমি যা কিছু পেয়েছি কুরআন থেকেই পেয়েছি: জাপানি নও-মুসলিম নারী
- প্রকাশিত হয়েছে
২০০১ সালের ১১ ই সেপ্টেম্বরের রহস্যময় হামলার ঘটনাকে কেন্দ্র করে বিশ্বের বহু প্রচারমাধ্যম ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক প্রচারণা শুরু করে তখন ইসলাম ধর্মের প্রকৃত চিত্র সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠেন জাপানি যুবতী ‘অতসুকু হুশিনু’। ইসলাম সম্পর্কে ব্যাপক গবেষণা ও জানা-শোনার পর অবশেষে তিনি এই ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন।
মহান আহলে বাইতের আত্মত্যাগের আদর্শ আমাকে মুগ্ধ করেছে’
- প্রকাশিত হয়েছে
পবিত্র কুরআন ও বিশ্বনবী (সা.) ইসলামের দুই প্রধান আকর্ষণ। বিশ্বনবীর মহত্ত্ব যেন এমন এক সমৃদ্ধ ছায়াপথ যাতে রয়েছে লক্ষ-কোটি গ্রহ-তারা। যেমন, মহানবীর মধ্যে ছিল নৈতিকতায় ভরপুর জ্ঞান, তাঁর রাষ্ট্রীয় ও শাসন-দক্ষতার মধ্যে ছিল ন্যায়বিচার ও প্রজ্ঞার মিশ্রণ এবং মর্যাদার সঙ্গে বিনম্রতার সমন্বয়ের মতো অসংখ্য মহতি দিক। আর এ জন্যই যুগে যুগে সত্যসন্ধানীরা ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছেন বিশ্বনবী (সা.)-এর অতুল মহত্ত্বের কারণে।
ইসলামি শিক্ষার মধ্যে জীবনের প্রকৃত অর্থ, উদ্দেশ্য ও লক্ষ্য খুঁজে পেয়েছি
- প্রকাশিত হয়েছে
খ্রিস্ট ধর্মের পরবর্তী ধর্ম আগের ধর্মের চেয়ে বেশি উন্নত ও পরিপূর্ণ বলেই ঈসা (আ.) এই ধর্মের প্রধানের অনুসরণ করতে বলেছেন
শিয়া মাজহাবের আত্মত্যাগের সংস্কৃতি আমাকে মুগ্ধ করেছে
- প্রকাশিত হয়েছে
পবিত্র কুরআন ও বিশ্বনবী(সা.) ইসলামের দুই প্রধান আকর্ষণ। বিশ্বনবীর মহত্ত্ব যেন এমন এক সমৃদ্ধ ছায়াপথ যাতে রয়েছে লক্ষ কোটি গ্রহ-তারা। যেমন,মহানবীর মধ্যে ছিল নৈতিকতায় ভরপুর জ্ঞান,তাঁর রাষ্ট্রীয় ও শাসন-দক্ষতার মধ্যে ছিল ন্যায়বিচার ও প্রজ্ঞার মিশ্রণ এবং মর্যাদার সঙ্গে বিনম্রতর সমন্বয়ের মত অসংখ্য মহতী দিক। আর এ জন্যই যুগে যুগে সত্য-সন্ধানীরা ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছেন বিশ্বনবী (সা.)'র অতুল মহত্ত্বের কারণে।
কুরআনের হৃদয়জুড়ানো বাণীতে মুসলমান হন অস্ট্রেলিয়ার রুবিন
- প্রকাশিত হয়েছে
হে আল্লাহ আমি মুসলমান হওয়ার দ্বারপ্রান্তে রয়েছি। তোমার গ্রন্থ কুরআনে আমি বিশ্বাস এনেছি। কিন্তু আমার মনকে তৃপ্ত করার জন্য ও বিশ্বাসকে জোরদারের জন্য তোমার কাছে একটি নিদর্শন দেখতে চাচ্ছি। এরপর চোখ বন্ধ করে আল্লাহর পক্ষ থেকে আসা কোনো নিদর্শন দেখার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কিছুই ঘটলো না। আবারও বললাম: কেবল একটি ক্ষুদ্র নিদর্শন দেখাও। -এ কথা বলে আবারও চোখ বন্ধ করলাম। কিন্তু এবারও কিছু ঘটলো না। এরপর আকস্মিকভাবে আবারও কুরআন খুললাম এবং সুরা জাসিয়ার প্রথম দিকের কয়েকটি আয়াত চোখে পড়ল,যেখানে মহান আল্লাহ বলছেন:
কুরআন মানুষের জরুরি মূল্যবোধগুলোকে শ্রদ্ধা প্রদর্শন করে
- প্রকাশিত হয়েছে
কুরআন সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটি পরিপূর্ণ গাইড বই। কুরআন সামাজিক ও অর্থনৈতিক বিধানের ওপরও গুরুত্ব দিয়েছে। এ মহাগ্রন্থ আধুনিক বিজ্ঞান ও সুস্থ জীবনের মধ্যে পরিপূর্ণ সমন্বয় সাধন করেছে। কুরআন ১৪০০ বছর আগে নানা বিষয়ে যা বলেছে আধুনিক বিজ্ঞান সবে মাত্র সেগুলোর সত্যতা আবিষ্কার করছে। চিকিৎসা, ভূগোল, জ্যোতির্বিদ্যাসহ নানা ক্ষেত্রে কুরআন এক জীবন্ত মুজিযা বা অলৌকিকতার সাক্ষ্য
'কেবল ইসলামই মানুষকে এনে দেয় স্রস্টা বা আল্লাহর সান্নিধ্য'
- প্রকাশিত হয়েছে
আত্মিক প্রশান্তি থেকে বঞ্চিত বস্তুতান্ত্রিক পাশ্চাত্যের শিক্ষিত ও সত্য-সন্ধানী চিন্তাশীল মানুষেরা নানা কারণে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছেন। এইসব কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ হল, ইসলামের মধ্যে তারা খুঁজে পাচ্ছেন মানুষের আধ্যাত্মিক চাহিদার জবাব। তেরেসা কিম ক্রানফিল হচ্ছেন এমনই এক সৌভাগ্যবান মার্কিন নারী। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নিজের জন্য লায়লা নামটি বেছে নিয়েছেন।
ফরাসি নও-মুসলিম 'মিসেস জেনেত'
- প্রকাশিত হয়েছে
আধ্যাত্মিক শূন্যতা, খ্রিস্ট ধর্মের বিকৃতি, নৈতিক অধপতন ও সামাজিক নানা সংকটে পীড়িত পাশ্চাত্যের নাগরিকদের অনেকেই পবিত্র ধর্ম ইসলামের নানা সৌন্দর্যে আকৃষ্ট হয়ে গ্রহণ করছেন এই মহান ধর্ম। ফরাসি নারী জেনেতও এই সৌভাগ্যবানদের মধ্যে অন্যতম।
জার্মান নও-মুসলিম নারী ' ক্যাথরিন হুফার'
- প্রকাশিত হয়েছে
ইসলাম ধর্ম গ্রহণের পর আগের চেয়েও বেশি প্রশান্তি অনুভব করলাম। কারণ, আমি এখন এই বিশ্ব জগতের স্রস্টার ওপর নির্ভর করছি এবং তাঁর ওপর বিশ্বাস রাখছি। আমার জীবনে এখন রয়েছে স্পষ্ট লক্ষ্য।
কানাডীয় নও-মুসলিম মিসেস 'লারা'
- প্রকাশিত হয়েছে
সব সময়ই সব স্থানেই কিছু মানুষ ভুল করতে পারেন। কিন্তু তাই বলে তাদের ভুল কাজের দায় গোটা জাতি,দেশ বা একটি ধর্মের ওপর চাপিয়ে দেয়া যায় না।
আমেরিকার নও-মুসলিম নারী 'কারিমা
- প্রকাশিত হয়েছে
যতই মুসলমানদের সঙ্গে যোগাযোগ করছিলাম ততই তাদের অভ্যন্তরীণ প্রশান্তি ও সুদৃঢ় ঈমান আমাকে আকৃষ্ট করছিল। প্রথমে ভাবতাম যে, ইসলাম সহিংসতা ও লিঙ্গ বৈষম্যের ধর্ম। কিন্তু মুসলমানদের সঙ্গে পরিচিত হওয়ার পর আমার এই ধারণা পরিবর্তিত হয়। ফলে ইসলাম সম্পর্কে ধীরে ধীরে আরো জানার সিদ্ধান্ত নেই।'
মার্কিন নও-মুসলিম নারী 'সিলভিয়া'
- প্রকাশিত হয়েছে
হযরত ইমাম হুসাইন (আ.)'র নেতৃত্বে কারবালার কালজয়ী বিপ্লব সিলভিয়ার ওপর গভীর প্রভাব ফেলেছে। তিনি ইমাম হুসাইন (আ.)'র পবিত্র ব্যক্তিত্ব সম্পর্কে বহু বছর ধরে পড়াশুনা করেছেন এবং এরপর ইসলাম ধর্ম গ্রহণের জন্য দৃঢ়-প্রতিজ্ঞ হন। তার মতে, যে ব্যক্তি ইমাম হুসাইন (আ.)'র কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে সে জীবনে কখনও বিভ্রান্ত হবে না।
বলিভিয়ার নও-মুসলিম 'মিখাইল ক'রবখল তানসা'
- প্রকাশিত হয়েছে
খোদা বা স্রষ্টার পরিচয় জানা মানুষের প্রকৃতিগত বৈশিষ্ট্য। মানুষ চিন্তা-ভাবনা ও গবেষণা বা বুদ্ধি-বিবেক খাটিয়ে আল্লাহর অস্তিত্বকে অনুভব করতে পারে। মানুষের মধ্যে আল্লাহ নিজের থেকে রুহ ফুকে দিয়েছেন বলেই আল্লাহর প্রতি মানুষের রয়েছে প্রকৃতিগত ঝোঁক। তাই মহান আল্লাহর স্মরণ ও তাঁর সঙ্গে সাক্ষাত ছাড়া মানুষের আত্মা প্রশান্ত হয় না।
মার্কিন নও-মুসলিম 'আলেক্সান্ডার রাসেলওয়েব'
- প্রকাশিত হয়েছে
আমরা যে কোনো সময় ও যে কোনো স্থানে কোনো ধরনের মধ্যস্থতা ছাড়াই আল্লাহর সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ গড়ে তুলতে পারি এবং তাঁকে ভালবাসতে পারি। সৎকর্ম করা ছাড়া কেউই মুক্তি ও সৌভাগ্যের নাগাল পাবে না। আমাদের সাফল্য ও সৌভাগ্য বা মুক্তি নির্ভর করছে আমাদের কাজের ওপর।
জার্মান নও-মুসলিম নারী ওয়াল্টরুর
- প্রকাশিত হয়েছে
আমি এ সত্য বুঝতে পেরেছি যে আত্মিক প্রশান্তি রয়েছে ইসলামের মধ্যেই। আমি অতীতে তা অনেক খুঁজলেও নিজ দেশে তা খুঁজে পাইনি। ইসলামের সঙ্গে আমার পরিচয় আমাকে বদলে দিল। ফলে আমি অবসর সময়ে ইসলামী সংস্কৃতি সম্পর্কে পড়াশুনার সিদ্ধান্ত নেই।
জাপানি নও-মুসলিম 'তাকেওচি'
- প্রকাশিত হয়েছে
ইসলামের দৃষ্টিতে মানুষের শরীর ও আত্মার মধ্যে রয়েছে সমন্বয়। ইসলাম জীবনের সব দিককে গুরুত্ব দেয়। ইসলাম ঘরকুনো হওয়া বা বৈরাগ্যবাদকে মুক্তি ও সাফল্যের পথ বলে মনে করে না
মার্কিন নও-মুসলিম 'আলেক্সান্ডার রাসেলওয়েব'
- প্রকাশিত হয়েছে
আমরা যে কোনো সময় ও যে কোনো স্থানে কোনো ধরনের মধ্যস্থতা ছাড়াই আল্লাহর সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ গড়ে তুলতে পারি এবং তাঁকে ভালবাসতে পারি
জার্মান নও-মুসলিম ভ্যারিনিকা
- প্রকাশিত হয়েছে
"কমিউনিস্ট মতাদর্শে আল্লাহ বা খোদার কোনো স্থান নেই। এ মতাদর্শে সব কিছুই বস্তু ও বাহ্যিক কাঠামো-কেন্দ্রিক
ব্রিটিশ নও-মুসলিম আবদুর রউফ শুকুইয়া
- প্রকাশিত হয়েছে
কেবল মুসলমানদের আচরণই নয়,ইসলাম ধর্মের শিক্ষাগুলোও বিস্ময়কর আকর্ষণের আধার বলে মনে হয়েছে। যেমন, নামাজ, রোজা, আজান, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা এবং পরিচিত ব্যক্তি বা আত্মীয়দের ইসলামী নৈতিকতা