• শুরু
  • পূর্বের
  • 5 /
  • পরের
  • শেষ
  •  
  • ডাউনলোড HTML
  • ডাউনলোড Word
  • ডাউনলোড PDF
  • ভিজিট: 8061 / ডাউনলোড: 7063
সাইজ সাইজ সাইজ
দোয়া জওশান কাবির বাংলা উচ্চারণ ও অর্থসহ

দোয়া জওশান কাবির বাংলা উচ্চারণ ও অর্থসহ

প্রকাশক: -
বাংলা

বালাদুল আমিন এবং মেসবাহে কাফআমি নামক গ্রন্থে বর্ণিত হয়েছে যে, “জওশান কাবির” নামক দোয়াটি ইমাম আলী ইবনে হোসাইন জয়নুল আবেদিন (আ.) তার পিতা থেকে এবং তিনি তার পিতা এবং তিনি রাসূল (সা.) থেকে বর্ণনা করেছেন যে এ দোয়াটি দোয়াটি হযরত জিবরাঈল (আ.) কোন এক যুদ্ধে রাসূল (সা.) কে শিখিয়েছিলেন এমতাবস্থায় যে, তিনি অত্যন্ত ভারী একটি বর্ম পরেছিলেন যা মহানবীর পবিত্র শরীরকে কষ্ট দিচ্ছিল। হযরত জিবরাঈল (আ.) রাসূল (সা.) এর কাছে এসে বললেনঃ হে মুহাম্মদ (সা.)! আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন এ বর্মটি খুলে ফেলতে ও দোয়াটি (জওশান কাবির) পাঠ করতে যা আপনার এবং আপনার উম্মতের নিরাপত্তা বিধান করবে।

উক্ত দোয়াটির বিভিন্ন ফযিলত রয়েছে তন্মধ্য উল্লেখযোগ্য হল- যদি কোন মৃত ব্যাক্তির কাফনে এ দোয়াটি লিখে দেয়া হয় তবে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা থেকে বিরত থাকবেন। যদি কেউ তা রমজান মাসে একনিষ্ঠচিত্তে পাঠ করে তাহলে সে শবে ক্বদরের রাত্রিটি পাবে এবং আল্লাহ তার জন্য ৭০ হাজার ফেরেস্তাকে সৃষ্টি করবেন যারা আল্লাহর যিকর ও তসবিহ করবে আর উক্ত যিকরের সওয়াব সে পাবে। রমজান মাসে যে ব্যাক্তি এ দোয়টি তিনবার পাঠ করবে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন এবং বেহেশতকে তার জন্য ওয়াজিব করে দিবেন। আরো বলা হয়েছে মহান আল্লাহু রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে তার জন্য নিয়োগ করবেন যারা তাকে বিভিন্ন গুনাহ থেকে রক্ষা করবেন এবং সে সারা জীবন আল্লাহর রহমতের সুশীতল ছায়াতলে নিরাপদে থাকবে। ইমাম হুসাইন (আ.) থেকে বর্ণিত হয়েছে,তিনি বলেছেনঃ আমার পিতা হযরত আলী ইবনে আবি তালিব (আ.) ওসিয়ত করেছেন যে,“দোয়া-এ জওশান কাবির”লিখা কাফনে যেন তাকে দাফন করি এবং আমাদের পরিবার পরিজনকে এ দোয়াটি শিক্ষা দিই এবং তা পাঠ করতে উৎসাহ প্রদান করি। এ দোয়াটিতে আল্লাহর তায়ালাকে এক হাজার গুণবাচক নাম এবং ইসমে আযম দ্বারা সম্বোধন করা হয়েছে

দোয়া জওশান কাবির

বাংলা উচ্চারণ অর্থসহ

সংকলন ও অনুবাদ

আহলে বাইতের প্রেমিকগণ

এই বইটি আল হাসানাইন (আ.) ওয়েব সাইট কর্তৃক আপলোড করা হয়েছে ।

بسم الله الرحمن الرحیم

মুখবন্ধ

বালাদুল আমিন এবং মেসবাহে কাফআমি নামক গ্রন্থে বর্ণিত হয়েছে যে , “ জওশান কাবির ” নামক দোয়াটি ইমাম আলী ইবনে হোসাইন জয়নুল আবেদিন (আ.) তার পিতা থেকে এবং তিনি তার পিতা এবং তিনি রাসূল (সা.) থেকে বর্ণনা করেছেন যে এ দোয়াটি দোয়াটি হযরত জিবরাঈল (আ.) কোন এক যুদ্ধে রাসূল (সা.) কে শিখিয়েছিলেন এমতাবস্থায় যে , তিনি অত্যন্ত ভারী একটি বর্ম পরেছিলেন যা মহানবীর পবিত্র শরীরকে কষ্ট দিচ্ছিল। হযরত জিবরাঈল (আ.) রাসূল (সা.) এর কাছে এসে বললেনঃ হে মুহাম্মদ (সা.)! আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন এ বর্মটি খুলে ফেলতে ও দোয়াটি (জওশান কাবির) পাঠ করতে যা আপনার এবং আপনার উম্মতের নিরাপত্তা বিধান করবে।

উক্ত দোয়াটির বিভিন্ন ফযিলত রয়েছে তন্মধ্য উল্লেখযোগ্য হল- যদি কোন মৃত ব্যাক্তির কাফনে এ দোয়াটি লিখে দেয়া হয় তবে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা থেকে বিরত থাকবেন। যদি কেউ তা রমজান মাসে একনিষ্ঠচিত্তে পাঠ করে তাহলে সে শবে ক্বদরের রাত্রিটি পাবে এবং আল্লাহ তার জন্য ৭০ হাজার ফেরেস্তাকে সৃষ্টি করবেন যারা আল্লাহর যিকর ও তসবিহ করবে আর উক্ত যিকরের সওয়াব সে পাবে। রমজান মাসে যে ব্যাক্তি এ দোয়টি তিনবার পাঠ করবে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন এবং বেহেশতকে তার জন্য ওয়াজিব করে দিবেন। আরো বলা হয়েছে মহান আল্লাহু রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে তার জন্য নিয়োগ করবেন যারা তাকে বিভিন্ন গুনাহ থেকে রক্ষা করবেন এবং সে সারা জীবন আল্লাহর রহমতের সুশীতল ছায়াতলে নিরাপদে থাকবে। ইমাম হুসাইন (আ.) থেকে বর্ণিত হয়েছে ,তিনি বলেছেনঃ আমার পিতা হযরত আলী ইবনে আবি তালিব (আ.) ওসিয়ত করেছেন যে ,“ দোয়া-এ জওশান কাবির ” লিখা কাফনে যেন তাকে দাফন করি এবং আমাদের পরিবার পরিজনকে এ দোয়াটি শিক্ষা দিই এবং তা পাঠ করতে উৎসাহ প্রদান করি। এ দোয়াটিতে আল্লাহর তায়ালাকে এক হাজার গুণবাচক নাম এবং ইসমে আযম দ্বারা সম্বোধন করা হয়েছে। দোয়াটি হচ্ছে নিম্নরূপঃ

জওশান কাবির

(১) ا اللّهُمَّ اِنّى‏ اَسْئَلُكَ بِاسْمِكَ، يا اَللَّهُ يا رَحْمنُ، يا رَحيمُ يا كَريمُ، يا مُقيمُ يا عَظيمُ، يا قَديمُ يا عَليمُ، يا حَليمُ يا حَكيمُ، سُبْحانَكَ يا لا اِلهَ اِلاَّ اَنْتَ، الْغَوْثَ الْغَوْثَ، خَلِّصْنا مِنَ النَّارِ يا رَبِّ

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি ইসমিকা ইয়া আল্লাহু , ইয়া রাহমানু , ইয়া রাহিমু , ইয়া কারিমু , ইয়া মুকিমু , ইয়া আযিমু , ইয়া কাদিমু , ইয়া আলিমু , ইয়া হালিমু , ইয়া হাকিম।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ- হে আল্লাহ , নিশ্চয়ই আমি আপনার কাছে বিনীত প্রার্থনা করি আপনার নামের মাধ্যমে হে আল্লাহ , হে সর্বদয়ালু , হে সর্বমমতাময় , হে সর্বউদার , হে স্থায়ী , হে সর্বশক্তিমান , হে চিরবিরাজমান , হে পরম সহনশীল , হে প্রজ্ঞাবান ;হে মহাজ্ঞানী ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(২) يا سَيِّدَ السَّاداتِ، يا مُجيبَ‏ الدَّعَواتِ، يا رافِعَ الدَّرَجاتِ، يا وَلِىَّ الْحَسَناتِ، يا غافِرَ الْخَطيئآتِ، يا مُعْطِىَ الْمَسْئَلاتِ، يا قابِلَ التَّوْباتِ، يا سامِعَ الْأَصْواتِ، يا عالِمَ الْخَفِيَّاتِ، يا دافِعَ الْبَلِيَّاتِ

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া সাইয়্যিদাস সাদাত , ইয়া মুজিবাদ দাওয়াত , ইয়া রাফিআদ দারাজাত , ইয়া ওয়ালিয়াল হাসানাত , ইয়া গাফেরাল খাতিয়্যাত , ইয়া মুউতিয়াল মাসআলাত , ইয়া কবেলাত তাওবাত , ইয়া সামেআল আসওয়াত , ইয়া আলেমাল খাফিয়্যাত , ইয়া দাফেয়াল বালিইয়্যাত।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান -নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ- হে মালিকদের মালিক , হে আহবানে সাড়া দানকারী হে শ্রেণী মর্যাদা দানকারী হে ভালো কাজগুলোর অভিভাবক , হে ভুল -ভ্রান্তিগুলো ক্ষমাকারী , হে আবেদনগুলো পূরণকারী , হে তওবা কুবুলকারী , হে সুরধ্বনি শ্রবণকারী , হে গোপন বিষয়গুলোর জ্ঞানী , হে দুযোর্গগুলো প্রতিহতকারী ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৩) يا خَيْرَالْغافِرينَ، يا خَيْرَ الْفاتِحينَ، يا خَيْرَ النَّاصِرينَ، يا خَيْرَ الْحاكِمينَ، يا خَيْرَ الرَّازِقينَ، يا خَيْرَ الْوارِثينَ، يا خَيْرَ الْحامِدينَ، يا خَيْرَ الذَّاكِرينَ، يا خَيْرَ الْمُنْزِلينَ، يا خَيْرَ الْمُحْسِنينَ

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া খায়রাল গাফিরিন , ইয়া খায়রাল ফাতিহিন , ইয়া খায়রান নাসিরিন , ইয়া খায়রাল হাকিমিন , ইয়া খায়রার রাযিকিন , ইয়া খায়রাল ওয়ারিসিন , ইয়া খায়রাল হামিদিন , ইয়া খাইরায যাকিরিন , ইয়া খাইরাল মুনযিলিন , ইয়া খাইরাল মুহসিনিন।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে সর্বোত্তম ক্ষমাকারী , হে সর্বোত্তম মীমাংসাকারী , হে সর্বোত্তম সাহায্যকারী , হে সর্বোত্তম বিচারক , হে সর্বোত্তম জীবনোপকরণ দানকারী , হে সর্বোত্তম উত্তরাধিকারী , হে সর্বোত্তম প্রশংসাকারী , হে সর্বোত্তম স্মরণকারী , হে সর্বোত্তম নাজিলকারী , হে সর্বোত্তম কল্যাণকারী ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৪) يا مَنْ لَهُ الْعِزَّةُ وَالْجَمالُ، يا مَنْ لَهُ الْقُدْرَةُ وَالْكَمالُ، يا مَنْ لَهُ الْمُلْكُ وَالْجَلالُ، يا مَنْ هُوَ الْكَبيرُ الْمُتَعالِ‏ُ، يا مُنْشِى‏ءَ الْسَّحابِ الثِّقالِ، يا مَنْ هُوَ شَديدُ الْمِحالِ، يا مَنْ هُوَ سَريعُ الْحِسابِ، يا مَنْ هُوَ شَديدُ الْعِقابِ، يا مَنْ هُو عِنْدَهُ حُسْنُ الثَّوابِ، يا مَنْ‏ عِنْدَهُ اُمُّ الْكِتابِ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ - ইয়া মান লাহুল ইযযাতু ওয়াল জামাল , ইয়া মান লাহুল কুদরাতু ওয়াল কামাল , ইয়া মান লাহুল মুলকু ওয়াল জালাল , ইয়া মান হুয়াল কাবিরুল মোতাআল , ইয়া মুনশিয়াস সাহাবিস সেকাল , ইয়া মান হুয়া শাদিদুল মিহাল , ইয়া মান হুয়া সারিউল হিসাব , ইয়া মান হুয়া শাদিদুল ইক্বাব , ইয়া মান ইন্দাহু হুসনুস সাওয়াব , ইয়া মান হুয়া ইন্দাহু উম্মুল কিতাব।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ -হে যিনি সম্মান ও সুন্দর আচরণের মালিক , হে যিনি শক্তি ও পূর্ণতার মালিক , হে যিনি রাজ্যসমূহ ও মহত্ত্বের মালিক , হে যিনি সবচেয়ে বড় এবং সবার ওপরে , হে যিনি ভারী মেঘগুলো সৃষ্টি করেন , হে যিনি কঠোর কৌশলকারী , হে যিনি হিসাব গ্রহনে দ্রুততম , হে যিনি শাস্তি দেওয়ায় কঠোর , হে যার কাছে আছে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ পুরস্কার , হে যার কাছে আছে মূল কিতাব ;

(৫) اَللّهُمَّ اِنّى‏ اَسْئَلُكَ بِاسْمِكَ يا حَنَّانُ يامَنَّانُ، يا دَيَّانُ يا بُرْهانُ، يا سُلْطانُ يا رِضْوانُ، يا غُفْرانُ يا سُبْحانُ، يا مُسْتَعانُ يا ذَاالْمَنِ‏ وَالْبَيانِ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ - আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি ইসমিকা ইয়া হান্নানু ইয়া মান্নানু , ইয়া বুরহানু , ইয়া সুলতানু , ইয়া রেযওয়ানু , ইয়া গুফরানু , ইয়া সুবহানু , ইয়া মুসতাআনু , ইয়া যাল মান্নি ওয়াল বায়ান।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ- আল্লাহ , নিশ্চয়ই আমি আপনার কাছে বিনীত প্রার্থনা করি আপনার নামের মাধ্যমে: হে পরম দয়ালু , হে পরম দানশীল , হে মহাবিচারক , হে সুস্পষ্ট প্রমাণ , হে বিশ্ব ব্রহ্মান্ডের অধিপতি , হে যিনি সম্মতি দেন , হে ক্ষমাকারী , হে যিনি সর্বপ্রকার দোষ -ত্রুটি থেকে মুক্ত , হে বান্দাকে সাহায্য ও সহায়তাকারী , হে বাচনক্ষমতার নেয়ামত দানকারী ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৬) يا مَنْ تَواضَعَ كُلُّشَىْ‏ءٍ لِعَظَمَتِهِ، يا مَنِ اسْتَسْلَمَ كُلُّ شَىْ‏ءٍ لِقُدْرَتِهِ، يا مَنْ ذَلَّ كُلُّشَىْ‏ءٍ لِعِزَّتِهِ، يا مَنْ خَضَعَ كُلُّ شَىْ‏ءٍ لِهَيْبَتِهِ، يا مَنِ انْقادَ كُلُّ شَىْ‏ءٍ مِنْ خَشْيَتِهِ، يا مَنْ تَشَقَّقَتِ الْجِبالُ مِنْ مَخافَتِهِ، يا مَنْ قامَتِ السَّمواتُ‏ بِاَمْرِهِ، يا مَنِ اسْتَقَرَّتِ الْأَرَضُونَ بِاِذْنِهِ، يا مَنْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ، يا مَنْ لا يَعْتَدى‏ عَلى‏ اَهْلِ مَمْلَكَتِهِ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া মান তাওয়াযাআ কুল্লি শাইয়িন লি আযামা , ইয়া মানিস তাসলামা কুল্লু শাইয়িন লি -কুদরাতিহি , ইয়া মান যাল্লা কুল্লু শাইয়িন লি ইযযাতিহি , ইয়া মান খাযাআ কুল্লু শাইয়িন লি -হায়বাতি , ইয়া মানিন -তিক্বদা কুল্লু শাইয়িন মিন খাশিয়াতিহি , ইয়া মান তাশাক্বাক্বাতিল জিবালু মিম মাখাফাতি , ইয়া মান ক্বমাতিস সামাওয়াতু বি আমরি , ইয়া মানিস -তাক্বাররাতিল আরাযুনা বি ইযনিহি , ইয়া মান ইয়ুসাব্বিহুর রাআদু বিহামদিহি , ইয়া মান লা ইয়াতাদি আলা আহলি মামলাকাতিহি ।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল -গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ -হে যার মহত্বের সামনে সবকিছু বিনয় প্রদর্শন করে , হে যার শক্তির সামনে সবকিছু আত্মসমর্পণ করে , হে যার প্রভাব -প্রতিপত্তির কাছে সবাই অসহায় , হে যার প্রতি ভক্তিতে সবকিছু বিনয়ী হয় , হে যার ভয়ে সবকিছু বশ্যতা স্বীকার করে , হে যার ভয়ে পাহাড়গুলো টুকরা টুকরা হয়ে যায় , হে যার আদেশে আকাশগুলো প্রতিষ্ঠিত হয়েছে , হে যার অনুমতিতে জমিনগুলো স্থির হয়েছে , হে যার প্রশংসার তাসবীহ করে বজ্রপাত , হে যিনি তার প্রজাদের ওপর কখনো নিষ্ঠুর নন ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৭) يا غافِرَ الْخَطايا، يا كاشِفَ الْبَلايا، يا مُنْتَهَى‏ الرَّجايا، يا مُجْزِلَ الْعَطايا، يا واهِبَ الْهَدايا، يا رازِقَ الْبَرايا، يا قاضِىَ الْمَنايا، يا سامِعَ الشَّكايا، يا باعِثَ الْبَرايا، يا مُطْلِقَ الْأُسارى‏

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ

বাংলা উচ্চারণঃ- ইয়া গফিরাল খাতায়া , ইয়া কাশেফাল বালায়া , ইয়া মুনতাহির রাজায়া , ইয়া মুজযিলাল আতায়া , ইয়া ওয়াহিবাল হাদায়া , ইয়া রাযেকাল বারায়া , ইয়া ক্বযিয়াল মানায়া , ইয়া সামিআশ শাকায়া , ইয়া বায়েসাল বারায়া , ইয়া মুতলিকাল উসারা।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ -হে গুনাহগুলোর ক্ষমাকারী হে দুঃখ কষ্ট দূরকারী , হে আশাকারীদের শেষ লক্ষ্য , হে প্রচুর উপহার প্রদানকারী , হে যিনি উপহার দেওয়ায় উদার , হে প্রাণিকুলের রিজিকদাতা , হে ভাগ্যসমূহের বিচারক , হে অভিযোগসমূহ শ্রবণকারী , হে প্রাণিকুলের মৃত্যুর পর পুনরুত্থানকারী , হে বন্দিদের মুক্তকারী ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৮) ياذَاالْحَمْدِ وَ الثَّنآءِ، يا ذَاالْفَخْرِ وَاْلبَهآءِ، يا ذَاالْمَجْدِ وَالسَّنآءِ، يا ذَاالْعَهْدِ وَالْوَفآءِ، يا ذَاالْعَفْوِ وَالرِّضآءِ، يا ذَاالْمَنِّ وَالْعَطآءِ، يا ذَا الْفَصْلِ وَالْقَضآءِ، يا ذَاالْعِزِّ وَالْبَقآءِ، يا ذَاالْجُودِ وَالسَّخآءِ، يا ذَاالْألاءِ وَالنَّعْمآءِ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ - ইয়া যাল হামদি ওয়াস সানা , ইয়া যাল ফাখরি ওয়াল বাহা , ইয়া যাল মাজদি ওয়াস সানা , ইয়া যাল আহদি ওয়াল ওয়াফা , ইয়া যাল আফওয়ি ওয়ার রিযা , ইয়া যাল মান্নি ওয়াল আতা , ইয়া যাল ফাযলি ওয়াল কাযা , ইয়া যাল ইযযি ওয়াল বাক্বা , ইয়া যাল জুদি ওয়াস সাখা , ইয়া যাল আলায়ি ওয়ান -নাআমা।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ -হে সব প্রশংসা ও স্তুতির প্রকৃত মালিক , হে সব গর্ব ও মর্যাদার মালিক , হে সব সম্মান ও গৌরবের মালিক , হে প্রতিশ্রুতি প্রদানকারী এবং সেগুলোর পূরণকারী , হে মার্জনাকারী ও সন্তুষ্টি প্রকাশকারী , হে সব প্রাচুর্যের মালিক এবং তা বণ্টনকারী , হে বিচার ও রায় দেওয়ার মালিক , হে ইজ্জতের মালিক ও চিরস্থায়ী , হে উদার ও দানশীল , হে সব কল্যাণ ও দানের মালিক ;

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৯) اَللّهُمَّ اِنّى‏ اَسْئَلُكَ‏ بِاسْمِكَ يا مانِعُ يا دافِعُ، يا رافِعُ يا صانِعُ، يا نافِعُ يا سامِعُ، يا جامِعُ يا شافِعُ، يا واسِعُ يامُوسِعُ

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিসমিকা ইয়া মানিয়ু , ইয়া দাফিয়ু , ইয়া নাফিয়ু , ইয়া সামিয়ু , ইয়া জামিয়ু , ইয়া শাফিয়ু , ইয়া ওয়াসিয়ু , ইয়া মুসিয়।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ -হে আল্লাহ , নিশ্চয়ই আমি আপনার কাছে বিনীত প্রার্থনা করি আপনার নামের মাধ্যমে হে যিনি দুর্ভাগ্যকে বাধা দানকারী , হে দুর্যোগসমূহ প্রতিরোধকারী , হে মর্যাদাকে উপরে উত্তোলনকারী , হে নির্মাণকারী , হে কল্যাণকারী , হে শ্রবণকারী , হে একত্রকারী , হে সুপারিশকারী , হে উদারতায় বিস্তৃত , হে প্রাচুর্যদানকারী ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(১০) يا صانِعَ‏كُلِّ مَصْنُوعٍ، يا خالِقَ كُلِّ مَخْلُوقٍ، يا رازِقَ كُلِّ مَرْزُوقٍ، يا مالِكَ كُلِّ مَمْلُوكٍ، يا كاشِفَ كُلِّ مَكْرُوبٍ، يا فارِجَ‏ كُلِّ مَهْمُومٍ، يا راحِمَ كُلِّ مَرْحُومٍ، يا ناصِرَ كُلِّ مَخْذُولٍ، ياساتِرَ كُلِ‏ مَعْيُوبٍ، يامَلْجَأَ كُلِّ مَطْرُودٍ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ - ইয়া সানেআ কুল্লি মাসনু , ইয়া খালেক্বা কুল্লি মাখলুক্ব , ইয়া রাযেক্বা কুল্লি মারযুক্ব , ইয়া মালেকা কুল্লি মামলুক , ইয়া কাশেফা কুল্লি মাকরুব , ইয়া ফারেজা কুল্লি মাহমুম , ইয়া রাহিমা কুল্লি মারহুম , ইয়া নাসেরা কুল্লি মাখযুল , ইয়া সাতিরা কুল্লি মা ’ য়ুব , ইয়া মালজাআ কুল্লি মাতরুদ।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ- হে সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা , হে প্রত্যেক সৃষ্ট জিনিসের সৃষ্টিকর্তা , হে প্রত্যেক রিজিক লাভকারীর রিজিকদাতা , হে রাজাধিরাজ , হে প্রত্যেক বিপদগ্রস্থের বিপদ দূরকারী , হে প্রত্যেক শোকার্তকে স্বস্তিদানকারী , হে প্রত্যেক মৃতকে অনুগ্রহকারী , হে প্রত্যেক পরিত্যক্ত ব্যক্তির সাহায্যকারী , হে প্রত্যেক ত্রুটিযুক্ত ব্যক্তির ত্রুটি গোপনকারী , হে প্রত্যেক বহিষ্কৃতের আশ্রয়স্থল ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(১১) ياعُدَّتى‏ عِنْدَ شِدَّتى‏، يارَجآئى‏ عِنْدَ مُصيبَتى‏، يا مُونِسى‏ عِنْدَ وَحْشَتى‏، ياصاحِبى‏ عِنْدَ غُرْبَتى‏، يا وَلِيّى‏ عِنْدَ نِعْمَتى‏، ياغِياثى‏ عِنْدَ كُرْبَتى‏، يادَليلى‏ عِنْدَ حَيْرَتى‏، ياغَنآئى‏ عِنْدَ افْتِقارى‏، يامَلْجَأى‏ عِنْدَ اضْطِرارى‏، يامُعينى‏ عِنْدَ مَفْزَعى‏

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া উদ্দাতি ইন্দা শিদ্দাতি , ইয়া রাজায়ি ইন্দা ‍মুসিবাতি , ইয়া মুনিসি ইন্দা ওয়াহশাতি , ইয়া সাহিবি ইন্দা গুরবাতি , ইয়া ওয়ালিয়ি ইন্দা নেয়মাতি , ইয়া গিয়াসি ইন্দা কুরবাতি , ইয়া দালিলি ইন্দা হায়রাতি , ইয়া গানায়ি ইন্দাফ -তিক্বারি , ইয়া মালজায়ি ইন্দায -তেরারি , ইয়া মুনিয়ি ইন্দা মাফযায়ি।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ -হে আমার কঠিন সময়ে রসদদানকারী , হে আমার মুসিবতে একমাত্র আশা , হে আমার নিঃসঙ্গ সময়ের সাথী , হে আমার নির্বাসিত জীবনে ভ্রমণসাথী , হে আমার কল্যাণকর সময়ের বন্ধু , হে আমার দুঃখ কষ্টে উদ্ধারকারী , হে আমার দিশেহারা অবস্থায় আমার পনির্দেশক , হে আমার অভাবের দিনগুলোতে আমার ধন সম্পদ , হে আমার জরুরী অবস্থায় আমার আশ্রয়কেন্দ্র , হে আমার ভয়ের সময়গুলোতে আমার সাহায্যকারী ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(১২) يا عَلاَّمَ الْغُيُوبِ، يا غَفَّارَ الذُّنُوبِ، يا سَتَّارَ الْعُيُوبِ، يا كاشِفَ الْكُرُوبِ، يا مُقَلِّبَ الْقُلُوبِ، ياطَبيبَ الْقُلُوبِ، يا مُنَوِّرَ الْقُلُوبِ، يا اَنيسَ الْقُلُوبِ، يا مُفَرِّجَ الْهُمُومِ، يا مُنَفِّسَ الْغُمُومِ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া আল্লামাল গুয়ুব , ইয়া গাফফারায যুনুব , ইয়া সাত্তারাল উয়ুব , ইয়া কাশেফাল কুরুব , ইয়া মুকাল্লিবাল কুলুব , ইয়া তাবিবাল কুলুব , ইয়া মুনাওয়িরাল কুলুব , ইয়া আনিসাল কুলুব , ইয়া মুফাররেজাল হুমুম , ইয়া মুনাফফিসাল গুমুম।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে অদৃশ্য বিষয়ের জ্ঞানী , হে গুনাহগুলোর ক্ষমাকারী , হে ত্রুটিগুলোর গোপনকারী , হে দুঃখ দুর্দশা দূরকারী , হে অন্তরসমূহের পরিবর্তনকারী , হে অন্তরসমূহের চিকিৎসক , হে অন্তরসমূহ আলোকিতকারী , হে অন্তরসমূহের অন্তরঙ্গ সাথী , হে দুশ্চিন্তা থেকে স্বস্তি দানকারী , হে শোক থেকে মুক্তকারী ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(১৩) اَللّهُمَّ اِنّى‏ اَسْئَلُكَ بِاْسمِكَ يا جَليلُ يا جَميلُ، ياوَكيلُ يا كَفيلُ، يا دَليلُ يا قَبيلُ، يا مُديلُ‏ يامُنيلُ، يا مُقيلُ يا مُحيلُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিসমিকা ইয়া জালিলু , ইয়া জামিলু , ইয়া ওয়াকিলু , ইয়া কাফিলু , ইয়া দালিলু , ইয়া কাবিলু , ইয়া মুদিলু , ইয়া মুনিলু , ইয়া মুকিলু , ইয়া মুহিল।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে আল্লাহ , নিশ্চয়ই আমি আপনার কাছে বিনীত প্রার্থনা করি আপনার নামের মাধ্যমে: হে গৌরবময় , হে সুন্দর , হে প্রতিনিধিত্বকারী , হে জামিনদার , হে পথ প্রদর্শক , হে জিম্মাদার , হে সম্পদ দানকারী , হে অনুগ্রহ দানকারী , হে শক্তি দানকারী , হে তওবা কবুলকারী ;

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(১৪) يادَليلَ الْمُتَحَيِّرينَ، ياغِياثَ الْمُسْتَغيثينَ، يا صَريخَ‏ الْمُسْتَصْرِخينَ، يا جارَ الْمُسْتَجيرينَ، يا اَمانَ الْخآئِفينَ، يا عَوْنَ الْمُؤْمِنينَ، يا راحِمَ الْمَساكينَ، يا مَلْجَأَ الْعاصينَ، يا غافِرَ الْمُذْنِبينَ، يا مُجيبَ دَعْوَةِ الْمُضْطَرّينَ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া দালিলুল মুতাহাইয়িরিন , ইয়া গিয়াসাল মুস্তাগিসিন , ইয়া সারিখাল মুসতাসরিখিন , ইয়া জারাল মুস্তাজিরিন , ইয়া আমানাল খয়েফিন , ইয়া আওনাল মুমিনিন , ইয়া রাহিমাল মাসাকিন , ইয়া মাল জাআল -আসিন , ইয়া গাফেরাল মুযনাবিন , ইয়া মুজিবাদ দাওয়াতিল মুযতাররিন।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে দিশেহারাদের পথ প্রদর্শক , হে সাহায্য প্রার্থীদের সাহায্যকারী , হে সাহায্য চেয়ে আর্তনাদকারীর সাহায্যকারী , হে আশ্রয়প্রার্থীদের আশ্রয়দানকারী , হে ভীত সন্ত্রস্তদের নিরাপদ আশ্রয়স্থল , হে বিশ্বাসীদের সাহায্যকারী , হে নিঃস্বদের প্রতি দয়াকারী , হে অবাধ্যদের আশ্রয়কেন্দ্র , হে গুনাহগারদের ক্ষমাকারী , হে দুর্দশাগ্রস্থদের ডাকে সাড়াদানকারী ;

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(১৫) يا ذَاالْجُودِ وَالْإِحْسانِ، يا ذَاالْفَضْلِ وَالْإِمْتِنانِ، يا ذَاالْأَمْنِ وَالْأَمانِ، يا ذَاالْقُدْسِ وَالسُّبْحانِ، يا ذَاالْحِكْمَةِ وَالْبَيانِ، يا ذَا الرَّحْمَةِ وَالرِّضْوانِ، يا ذَاالْحُجَّةِ وَالْبُرْهانِ، يا ذَاالْعَظَمَةِ وَالسُّلْطانِ، يا ذَاالرَّأْفَةِ وَالْمُسْتَعانِ، يا ذَاالعَفْوِ وَالْغُفْرانِ

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ

বাংলা উচ্চারণঃ- ইয়া যাল জুদি ওয়াল ইহসান , ইয়া যাল ফাযলি ওয়াল ইমতিনান , ইয়া যাল আমনি ওয়াল আমান , ইয়া যাল কুদসি ওয়াস সুবহান , ইয়া যাল হিকমাতি ওয়াল বায়ান , ইয়া যার রাহমাতি ওয়ার রিযওয়ান , ইয়া যাল হুজ্জাতি ওয়াল বুরহান , ইয়া যাল আযামাতি ওয়াস সুলতান , ইয়া যার রাফাতি ওয়াল মুস্তাআন , ইয়া যাল আফওয়ি ওয়াল গুফরান।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে উদারতা ও কল্যাণকামিতার প্রভু , হে অনুগ্রহ ও দানশীলতার প্রভু , হে শান্তি ও নিরাপত্তার প্রভু , হে সবচেয়ে মহাপবিত্র ও সব ত্রুটির উর্ধ্বে প্রভু , হে প্রজ্ঞা ও প্রকাশের প্রভু , হে দয়া ও সন্তুষ্টির মালিক , হে যুক্তি ও প্রমাণের প্রভু , হে মহামর্যাদা ও শাসনের মালিক , হে দয়া ও সাহায্যের প্রভু , হে মার্জনা ও ক্ষমার প্রভু ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(১৬) يا مَنْ هُوَ رَبُّ كُلِّ شَىْ‏ءٍ، يا مَنْ هُوَ اِلهُ‏ كُلِّ شَىْ‏ءٍ، يا مَنْ هُوَ خالِقُ كُلِّ شَىْ‏ءٍ، يا مَنْ هُوَ صانِعُ كُلِّ شَىْ‏ءٍ، يا مَنْ هُوَ قَبْلَ كُلِّ شَىْ‏ءٍ، يا مَنْ هُوَ بَعْدَ كُلِّ شَىْ‏ءٍ، يا مَنْ هُوَ فَوْقَ كُلِّ شَىْ‏ءٍ، يا مَنْ هُوَ عالِمٌ‏ بِكُلِّ شَىْ‏ءٍ، يا مَنْ هُوَ قادِرٌ عَلى‏ كُلِّ شَىْ‏ءٍ، يا مَنْ هُوَ يَبْقى‏ وَيَفْنى‏ كُلُّشَىْ‏ءٍ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ

বাংলা উচ্চারণঃ- ইয়া মান হুয়া রাব্বু কুল্লি শাই , ইয়া মান হুয়া ইলাহু কুল্লি শাই , ইয়া মান হুয়া খালিকু কুল্লি শাই , ইয়া মান হুয়া সানিয়ু কুল্লি শাই , ইয়া মান হুয়া ক্বাবলা কুল্লি শাই , ইয়া মান হুয়া বাআদা কুল্লি শাই , ইয়া মান হুয়া ফাওক্বা কুল্লি শাই , ইয়া মান হুয়া আলিমুন বি কুল্লি শাই , ইয়া মান হুয়া ক্বদিরুন আলা কুল্লি শাই , ইয়া মান হুয়া ইয়াবক্বা ওয়া ইয়াফনা কুল্লি শাই।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে যিনি সব জিনিসের মালিক ও প্রতিপালক , হে যিনি সব জিনিসের প্রভু , হে যিনি সব জিনিসের সৃষ্টিকর্তা , হে যিনি সব জিনিসের আকৃতি দানকারী , হে যিনি সব জিনিসের আগে ছিলেন , হে যিনি সব জিনিসের পরে থাকবেন , হে যিনি সব জিনিসের ওপরে , হে যিনি সব বিষয়ের জ্ঞানী , হে যিনি সব জিনিসের ওপর ক্ষমতা রাখেন , হে যিনি সবকিছুকে টিকিয়ে রাখেন এবং বিলীন করেন ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(১৭) اَللّهُمَّ اِنّى‏ اَسْئَلُكَ بِاسْمِكَ يا مُؤْمِنُ يا مُهَيْمِنُ يا مُكَوِّنُ يا مُلَقِّنُ يا مُبَيِّنُ يا مُهَوِّنُ يا مُمَكِّنُ يا مُزَيِّنُ، يا مُعْلِنُ يا مُقَسِّمُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিসমিকা ইয়া মুমিনু , ইয়া মুহাইমিনু , ইয়া মুকাওয়্যিনু , ইয়া মুলাক্ক্বিনু , ইয়া মুবাইয়্যিনু , ইয়া মুহাওওয়্যিনু , ইয়া মুমাক্কিনু , ইয়া মুযায়্যিনু , ইয়া মুঅলিনু , ইয়া মুকাসসিম।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে আল্লাহ , নিশ্চয়ই আমি আপনার কাছে বিনীত প্রার্থনা করি আপনার নামের মাধ্যমে: হে নিরাপত্তা দানকারী , হে রক্ষণাবেক্ষণকারী , হে অস্তিত্ব দানকারী , হে জ্ঞান প্রদানকারী , হে স্পষ্টকারী , হে সহজকারী , হে স্থান দানকারী , হে সুশোভিতকারী , হে ঘোষণাকারী , হে বণ্টনকারী ;

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(১৮) يا مَنْ هُوَ فى‏ مُلْكِهِ مُقيمٌ، يا مَنْ هُوَ فى‏ سُلْطانِهِ قَديمٌ، يا مَنْ هُو فى‏ جَلالِهِ عَظيمٌ، يا مَنْ هُوَ عَلى‏ عِبادِهِ رَحيمٌ، يا مَنْ هُوَ بِكُلِّ شَىْ‏ءٍ عَليمٌ، يا مَنْ هُوَ بِمَنْ عَصاهُ حَليمٌ، يا مَنْ هُوَ بِمَنْ‏ رَجاهُ كَريمٌ، يا مَنْ هُوَ فى‏ صُنْعِهِ حَكيمٌ، يا مَنْ هُوَ فى‏ حِكْمَتِهِ لَطيفٌ، يا مَنْ هُوَ فى‏ لُطْفِهِ قَديمٌ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া মান হুয়া ফি মুলকিহি মুকিম , ইয়া মান হুয়া ফি সুলতানিহি ক্বাদিম , ইয়া মান হুয়া ফি জালালিহি আযিম , ইয়া মান হুয়া আলা ইবাদিহি রাহিম , ইয়া মান হুয়া বি কুল্লি শাইয়িন আলিম , ইয়া মান হুয়া বিমান আসাহুল হালিম , ইয়া মান হুয়া বিমান রাজাহু কারিম , ইয়া মান হুয়া ফি সুনয়িহি হাকিম , ইয়া মান হুয়া ফি হিকমাতিহি লাতিফ , ইয়া মান হুয়া ফি লুতফিহি ক্বাদিম।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ- হে যিনি তার রাজ্যে চিরস্থায়ী , হে যিনি তার শাসন ক্ষমতায় অনন্ত অতীত থেকে বিরাজমান , হে যিনি তার মহত্ত্বে মহামহিম , হে যিনি তার দাসদের ওপর পরম দয়ালু , হে যিনি সব বিষয়ে জ্ঞানী , হে যিনি তার অবাধ্যদের প্রতি সহনশীল , হে যিনি তার প্রতি আশাপোষণকারীদের প্রতি উদার , হে যিনি তার সৃষ্টির গঠনগুলোর বিষয়ে প্রজ্ঞাপূর্ণঃ হে যিনি তার প্রজ্ঞাতে সূক্ষ্মদর্শী ; হে যিনি অনন্তকাল ধরে সূক্ষ্মদর্শী ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(১৯) يا مَنْ لايُرْجى‏ اِلاَّ فَضْلُهُ، يا مَنْ لا يُسْئَلُ اِلاَّ عَفْوُهُ، يا مَنْ لا يُنْظَرُ اِلاَّ بِرُّهُ، يا مَنْ لا يُخافُ اِلاَّ عَدْلُهُ، يا مَنْ لا يَدُومُ اِلاَّ مُلْكُهُ، يا مَنْ لا سُلْطانَ اِلاَّ سُلْطانُهُ، يا مَنْ وَسِعَتْ كُلَّ شَىْ‏ءٍ رَحْمَتُهُ، يا مَنْ سَبَقَتْ رَحْمَتُهُ غَضَبَهُ، يا مَنْ اَحاطَ بِكُلِّ شَىْ‏ءٍ عِلْمُهُ، يا مَنْ لَيْسَ اَحَدٌ مِثْلَهُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ

বাংলা উচ্চারণঃ- ইয়া মান লা ইয়ুরজা ইল্লা ফাযলুহু , ইয়া মান লা ইউসআলু ইল্লা আফয়ুহ , ইয়া মান লা ইয়ুনযারু ইল্লা বিররুহ , ইয়া মান লা ইউখাফু ইল্লা আদলু , ইয়া মান লা ইযাদুমু ইল্লা মুলকুহ , ইয়া মান লা সুলতানা ইল্লা সুলতানুহ , ইয়া মান লা ওয়াসিয়াত কুল্লা শাইয়িন রাহমাতু , ইয়া মান সাবাক্বাত রাহমাতু গাযাবাহ , ইয়া মান আহাতা বি কুল্লি শাইয়িন ইলমুহ , ইয়া মান লাইসা আহাদুম মিসলু।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ- হে যার কাছে তার অনুগ্রহ ছাড়া আর কিছু আশা করা যায় না , হে যার কাছে তার ক্ষমা ছাড়া কিছু ভিক্ষা চাওয়া হয় না , হে যার দিক থেকে সদাচরণ ছাড়া আর কিছুই দেখা যায় না , হে যার দিক থেকে ভয় করা হয় না একমাত্র তার ন্যায়বিচার ছাড়া , হে যার সাম্রাজ্যই কেবল অনন্তকালব্যাপী , হে যার শাসন ক্ষমতা ছাড়া আর কোন শাসন ক্ষমতা নেই , হে যার দয়া সবার প্রতি বিস্তৃত , হে যার দয়া তার রাগকে অতিক্রম করে আছে , হে যার জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে , হে যার মতো আর কেউ নেই ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(২০) يا فارِجَ‏ الْهَمِّ، يا كاشِفَ الْغَمِّ، يا غافِرَ الذَّنْبِ، يا قابِلَ التَّوْبِ، يا خالِقَ الْخَلْقِ، يا صادِقَ الْوَعْدِ، يا مُوفِىَ الْعَهْدِ، يا عالِمَ السِّرِّ، يا فالِقَ الْحَبِّ، يا رازِقَ‏ الْأَنامِ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া ফারেজাল হাম্ম , ইয়া কাশেফাল গাম্ম , ইয়া গাফেরায যান্ব , ইয়া কাবিলাত তাওবি , ইয়া খালিকাল খালকি , ইয়া সাদিকাল ওয়াদি , ইয়া মুঅফিয়াল আহদি , ইয়া আলিমাস সিররি , ইয়া ফালিকাল হাব্বি , ইয়া রাযিক্বাল আনাম।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ- হে দুশ্চিন্তা দূরকারী , হে দুঃখ দূরকারী , হে গুনাহ ক্ষমাকারী , হে তওবা কবুলকারী , হে সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা , হে শপথে সত্যবাদী , হে অঙ্গীকার পূরণকারী , হে রহস্যগুলো সম্পর্কে জ্ঞানী , হে বীজ অঙ্কুরোদগমকারী , .হে প্রাণিকুলের রিজিক দানকারী ;

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(২১) اَللّهُمَّ اِنّى‏ اَسْئَلُكَ بِاسْمِكَ يا عَلِىُّ يا وَفِىُّ، يا غَنِىُّ يا مَلِىُّ، يا حَفِىُ‏ يا رَضِىُّ، يا زَكِىُّ يا بَدِىُّ، يا قَوِىُّ يا وَلِىُّ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিসমিকা ইয়া আল্যিয়ু , ইয়া ওয়াফিয়্যু , ইয়া গানিয়্যু , ইয়া মালিয়্যু , ইয়া হাফিয়্যু , ইয়া রাযিয়্যু , ইয়া যাকিয়্যু , ইয়া বাদিয়্যু , ইয়া কাওয়িয়্যু , ইয়া ওয়ালি।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে আল্লাহ , নিশ্চয়ই আমি আপনারকাছে বিনীত প্রার্থনা করি আপনার নামের মাধ্যমে: হে উচ্চ , হে পরম পূর্ণ , হে স্বনির্ভর , হে সর্বধনী , হে করুণাময় , হে সন্তুষ্টকারী , হে পরিশোধনকারী , হে চিরস্থায়ী , হে মহাশক্তিধর , হে বন্ধু ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(২২) يا مَنْ اَظْهَرَ الْجَميلَ، يا مَنْ سَتَرَ الْقَبيحَ، يا مَنْ لَمْ يُؤاخِذْ بِالْجَريرَةِ، يا مَنْ لَمْ يَهْتِكِ السِّتْرَ، يا عَظيمَ الْعَفْوِ، يا حَسَنَ التَّجاوُزِ، يا واسِعَ الْمَغْفِرَةِ، يا باسِطَ الْيَدَيْنِ بِالرَّحْمَةِ، يا صاحِبَ كُلِّ نَجْوى،‏ يا مُنْتَهى‏ كُلِّ شَكْوى.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ

বাংলা উচ্চারণঃ- ইয়া মান আযহারাল জামিল , ইয়া মান সাতারাল কাবিহ , ইয়া মান লাম ইউআখিযু বিল জারির , ইয়া মান লাম ইয়াহতিকিস সিতর , ইয়া আযিমাল আফওয়ি , ইয়া হাসানাত তাজাউয , ইয়া ওয়াসিআল মাগফিরা , ইয়া সাহিবা কুল্লি নাজওয়া , ইয়া মুনতাহা কুল্লি শাকওয়া।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে যিনি সুন্দর আচরণকে প্রকাশ করেন , হে যিনি খারাপ কাজ গোপন করেন , হে যিনি গুনাহগুলোর জন্য কঠোরভাবে ধরেন না , হে যিনি বান্দাদের গোপন বিষয়গুলো প্রকাশ করেন না , হে যিনি ক্ষমায় শ্রেষ্ঠ , হে যিনি ভুলক্রটি উপেক্ষা করেন , হে যিনি ক্ষমায় সুবিস্তৃত , হে যার ক্ষমার হাত দুটো প্রসারিত , হে যিনি প্রত্যেক গোপন কথার সাথী , হে যার কাছে সব অভিযোগ করা হয় ;

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(২৩) يا ذَاالنِّعْمَةِ السَّابِغَةِ، يا ذَاالرَّحْمَةِ الْواسِعَةِ، يا ذَاالْمِنَّةِ السَّابِقَةِ، ياذَاالْحِكْمَةِ الْبالِغَةِ، يا ذَاالْقُدْرَةِ الْكامِلَةِ، يا ذَاالْحُجَّةِ الْقاطِعَةِ، يا ذَاالْكَرامَةِ الظَّاهِرَةِ، يا ذَاالْعِزَّةِ الدَّآئِمَةِ، يا ذَاالْقُوَّةِ الْمَتينَةِ، يا ذَا الْعَظَمَةِ الْمَنيعَةِ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া যান নেয়ামাতিস সাবেগা , ইয়া যার রাহমাতিল ওয়াসিয়া , ইয়া যাল মিন্নাতিস সাবেক্বা , ইয়া যাল হিমাতিল বালেগা , ইয়া যাল কুদরাতিল কামেলা , ইয়া যাল হুজ্জাতিল ক্বাতেআ , ইয়া যাল কারামাতিয যাহিরা , ইয়া যাল ইযযাতিদ দায়েমা , ইয়া যাল কুওয়াতিল মাতিনা , ইয়া যাল আযমাতিল মানিয়া ।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে যিনি অসংখ্য নেয়ামতের প্রভু , হে অপার দয়ার প্রভু , হে করুণা করায় অগ্রগামী প্রভু , হে পরিপূর্ণ প্রজ্ঞার প্রভু , হে পূর্ণ শক্তির প্রভু , হে নিষ্পত্তিকারী যুক্তির প্রভু , হে সুস্পষ্ট অলৌকিকতার প্রভু , হে চিরস্থায়ী সম্মানের প্রভু , হে কঠিন শক্তির প্রভু , হে সুরক্ষিত গৌরবের প্রভু ;

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(২৪) يا بَديعَ السَّمواتِ، يا جاعِلَ الظُّلُماتِ، يا راحِمَ الْعَبَراتِ، يا مُقيلَ الْعَثَراتِ، يا ساتِرَ الْعَوْراتِ، يا مُحْيِىَ الْأَمْواتِ، يا مُنْزِلَ الْاياتِ، يا مُضَعِّفَ الْحَسَناتِ، يا ماحِىَ السَّيِّئاتِ، يا شَديدَ النَّقِماتِ

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ - ইয়া বাদিআস সামাওয়াত , ইয়া জায়েলায যুলুমাত , ইয়া রাহিমাল আবারাত , ইয়া মুকিলাল আসারাত , ইয়া সাতিরাল আওরাত , ইয়া মুহইল আমওয়াত , ইয়া মুনযিলাল আয়াত , ইয়া মুযাইয়িফাল হাসানাত , ইয়া মাহিয়াস সাইয়িআত , ইয়া সাদিদান নাক্বিমাত।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে আকাশগুলোর উদ্ভাবক , হে অন্ধকারের সৃষ্টিকর্তা , হে কান্নারতদের ওপর দয়ালু , হে ভুলগুলোর তদারককারী , হে লজ্জাজনক বিষয় গোপনকারী , হে মৃতদের জীবন দানকারী , হে নিদর্শনসমূহ অবতরণকারী , হে ভালো আচরণকে বহুগুণ বৃদ্ধিকারী , হে গুনাহগুলোর মোচনকারী , হে কঠোর প্রতিশোধ গ্রহণকারী ,

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(২৫) اَللّهُمَّ اِنّى‏ اَسْئَلُكَ بِاسْمِكَ يا مُصَوِّرُ يا مُقَدِّرُ، يا مُدَبِّرُ يا مُطَهِّرُ، يا مُنَوِّرُ يا مُيَسِّرُ، يا مُبَشِّرُ يا مُنْذِرُ، يا مُقَدِّمُ يا مُؤَخِّرُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিসমিকা ইয়া মুসাওউয়িরু , ইয়া মুক্বাদ্দিরু , ইয়া মুদাব্বিরু , ইয়া মুতাহহিরু , ইয়া মুনাওউয়িরু , ইয়া মুসাইয়িরু , ইয়া মুবাশশিরু , ইয়া মুনযিরু , ইয়া মুক্বাদ্দিমু , ইয়া মুয়াখখির।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে আল্লাহ , নিশ্চয়ই আমি আপনার কাছে বিনীত প্রার্থনা করি আপনার নামের মাধ্যমে হে আকৃতি প্রদানকারী , হে ভাগ্য নির্ধারণকারী , হে পরিকল্পনাকারী , হে পরিশুদ্ধকারী , হে আলোকিতকারী , হে সহজকারী , হে সুসংবাদ দানকারী , হে সতর্ককারী , হে অগ্রাধিকার প্রদানকারী , হে স্থগিতকারী ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(২৬) يا رَبَّ الْبَيْتِ الْحَرامِ، يا رَبَّ الشَّهْرِ الْحَرامِ، يا رَبَّ الْبَلَدِ الْحَرامِ، يا رَبَّ الرُّكْنِ وَالْمَقامِ، يا رَبَّ الْمَشْعَرِ الْحَرامِ، يا رَبَ‏ الْمَسْجِدِ الْحَرامِ، يا رَبَّ الْحِلِّ وَالْحَرامِ، يا رَبَّ النُّورِ وَالظَّلامِ، يا رَبَّ التَّحِيَّةِ وَالسَّلامِ، يا رَبَّ الْقُدْرَةِ فِى الْأَنامِ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া রাব্বাল বাইতিল হারাম , ইয়া রাব্বাশ শাহরিল হারাম , ইয়া রাব্বাল বালাদিল হারাম , ইয়া রাব্বার রুকনি ওয়াল মাকাম , ইয়া রাব্বিল মাশআরিল হারাম , ইয়া রাব্বাল মাসজিদিল হারাম , ইয়া রাব্বাল হিল্লি ওয়াল হারাম , ইয়া রাব্বান নুরি ওয়ায যালাম , ইয়া রাব্বাত তাহিয়্যাতি ওয়াস সালাম , ইয়া রাব্বাল কুদরাতি ফিল আনাম।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে পবিত্র কাবা ঘরের প্রভু , হে পবিত্র মাসের প্রভু , হে পবিত্র শহরের প্রভু , হে ‘ রুকন ও মাক্কাম ’ এর প্রভু , হে পবিত্র নিদর্শনাবলীর প্রভু , হে পবিত্র মসজিদের প্রভু , হে হালাল ও হারামের প্রভু , .হে আলো ও অন্ধকারের প্রভু , হে সুসম্ভাষণ ও শান্তির প্রভু , হে প্রাণিকুলের ভেতরে শক্তির প্রভু ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(২৭) يا اَحْكَمَ الْحاكِمينَ، يا اَعْدَلَ الْعادِلينَ، يا اَصْدَقَ الصَّادِقينَ، يا اَطْهَرَ الطَّاهِرينَ، يا اَحْسَنَ الْخالِقينَ، يا اَسْرَعَ‏ الْحاسِبينَ، يا اَسْمَعَ السَّامِعينَ، يا اَبْصَرَالنَّاظِرينَ، يا اَشْفَعَ الشَّافِعينَ، يا اَكْرَمَ الْأَكْرَمينَ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া আহকামাল হাকিমিন , ইয়া আয়দালাল আদিলিন , ইয়া আসদাক্বাস সাদিক্বিন , ইয়া আতহারাত তাহিরিন , ইয়া আহসানাল খালিক্বিন , ইয়া আসরায়াল হাসিবিন , ইয়া আসমাআস সামিয়িন , ইয়া আবসারান নাযিরিন , ইয়া আশফায়াশ শাফিয়িন , ইয়া আকরামাল আকরামিন।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে সর্ব শ্রেষ্ঠ বিচারক , হে সব ন্যায়পরায়ণদের চেয়ে শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ , হে সব সত্যবাদীদের চেয়ে বেশী সত্যবাদী , হে সব পবিত্রদের চেয়ে বেশী পবিত্র , হে সৃষ্টিকারীদের মাঝে শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা , হে হিসাবকারীদের মাঝে সবচেয়ে দ্রুত , হে শ্রবণকারীদের মাঝে শ্রেষ্ঠ শ্রবণকারী , হে পাহারাদারদের মাঝে শ্রেষ্ঠ পাহারাদার , হে সুপারিশকারীদের মাঝে শ্রেষ্ঠ সুপারিশকারী , ও হে সম্মানিতদের মাঝে শ্রেষ্ঠ সম্মানিত ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(২৮) يا عِمادَ مَنْ لا عِمادَ لَهُ، يا سَنَدَ مَنْ لا سَنَدَ لَهُ، يا ذُخْرَ مَنْ لا ذُخْرَ لَهُ، يا حِرْزَ مَنْ لا حِرْزَ لَهُ، يا غِياثَ مَنْ لا غِياثَ لَهُ، يا فَخْرَ مَنْ‏ لا فَخْرَ لَهُ، يا عِزَّ مَنْ لا عِزَّ لَهُ، يا مُعينَ مَنْ لا مُعينَ لَهُ، يا اَنيسَ مَنْ لا اَنيسَ‏ لَهُ، يا اَمانَ مَنْ لا اَمانَ لَهُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া ইমাদা মান লা ইমাদা লা , ইয়া সানাদা মান লা সানাদা লা , ইয়া যুখরা মান লা যুখরা লা , ইয়া হেরযা মান লা হেরযা লা , ইয়া গিয়াসা মান লা গিয়াসা লা , ইয়া ফাখরা মান লা ফাখারা লা , ইয়া ইযযা মান লা ইযযা লা , ইয়া মুইনা মান লা মুইনা লা , ইয়া আনিসা মান লা আনিসা লা , ইয়া আমানা মান লা আমানা লা।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে তার অবলম্বন যার কোন অবলম্বন নেই , হে তার সমর্থনকারী যাকে সমর্থন দেওয়ার কেউ নেই , হে তার সঞ্চিত ধন যার কোন সম্পদ নেই , হে তার ঢাল যার কোন ঢালের প্রয়োজন নেই , হে তার ফরিয়াদ শ্রবণকারী যার ফরিয়াদ শোনার কেউ নেই , হে তার গর্ব যার কোন গর্ব নেই , হে তার মর্যাদা যার কোন মর্যাদাদানকারী কেউ নেই , হে তার সাহায্যকারী যাকে সাহায্য করার কেউ নেই , হে তার সাথী যার কোন সাথী নেই , হে তার নিরাপত্তা যার কোন নিরাপত্তা দানকারী নেই ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(২৯) اَللّهُمَّ اِنّى‏ اَسْئَلُكَ بِاسْمِكَ يا عاصِمُ يا قائِمُ، يا دآئِمُ يا راحِمُ، يا سالِمُ يا حاكِمُ، يا عالِمُ يا قاسِمُ، يا قابِضُ يا باسِطُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ

বাংলা উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিসমিকা ইয়া আসিমু , ইয়া কায়িমু , ইয়া দায়িমু , ইয়া রাহিমু , ইয়া সালিমু , ইয়া হাকিমু , ইয়া আলিমু , ইয়া কাসিমু , ইয়া ক্বাবিযু , ইয়া বাসিত।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে আল্লাহ , নিশ্চয়ই আমি আপনার কাছে বিনীত প্রার্থনা করি আপনার নামের মাধ্যমে হে রক্ষাকারী , হে পরম বিদ্যমান , হে চিরস্থায়ী , হে সর্বদয়ালু , হে শান্তিদাতা , হে প্রজ্ঞাবান , হে সর্বজ্ঞানী , হে বণ্টনকারী , হে নিয়ন্ত্রণকারী , হে বিস্তৃতকারী ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৩০) یَا عَاصِمَ مَنِ اسْتَعْصَمَهُ یَا رَاحِمَ مَنِ اسْتَرْحَمَهُ یَا غَافِرَ مَنِ اسْتَغْفَرَهُ یَا نَاصِرَ مَنِ اسْتَنْصَرَهُ یَا حَافِظَ مَنِ اسْتَحْفَظَهُ یَا مُکْرِمَ مَنِ اسْتَکْرَمَهُ یَا مُرْشِدَ مَنِ اسْتَرْشَدَهُ یَا صَرِیخَ مَنِ اسْتَصْرَخَهُ یَا مُعِینَ مَنِ اسْتَعَانَهُ یَا مُغِیثَ مَنِ اسْتَغَاثَهُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ

বাংলা উচ্চারণঃ- ইয়া আসিমা মানিস তা ’ সামা , ইয়া রাহিমা মানিস তারহামা , ইয়া গাফিরা মানিস তাগফারা , ইয়া নাসিরা মানিস তানসারা , ইয়া হাফিযা মানিস তাহফাযা , ইয়া মুকরিমা মানিস তাকরামা , ইয়া মুর্শিদা মানিস তারশাদা , ইয়া সারিখা মানিস তাসরাখা , ইয়া মুয়িনা মানিস তায়ানা , ইয়া মুগিসা মানিস তাগাসা।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে তার রক্ষাকারী যে তার কাছে নিরাপত্তা চায় , হে তার ওপর রহমতকারী যে তার কাছে রহমত চায় , হে তাকে ক্ষমাকারী যে তার কাছে ক্ষমা চায় , হে তার সাহায্যকারী যে তার কাছে সাহায্য চায় , হে তার নিরাপত্তা দানকারী যে তার কাছে নিরাপত্তা চায় , ও হে তার প্রতি উদার যে তার কাছে উদারতা প্রত্যাশা করে , হে তার পপ্রদর্শক যে তার কাছে পথনির্দেশ চায় , হে তার ফরিয়াদ শ্রবণকারী যে তার কাছে ফরিয়াদ করে , হে তার সাহায্যকারী যে তার কাছে সাহায্য চায় , হে তার ত্রাণকর্তা যে তার কাছে পরিত্রাণ চায় ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৩১) يا عَزيزاً لا يُضامُ، يا لَطيفاً لا يُرامُ، يا قَيُّوماً لا يَنامُ، يا دائِماً لا يَفُوتُ، يا حَيّاً لا يَمُوتُ، يا مَلِكاً لا يَزُولُ، يا باقِياً لايَفْنى‏، يا عالِماً لا يَجْهَلُ، يا صَمَداً لا يُطْعَمُ، يا قَوِيّاً لا يَضْعُفُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া আযিযান লা ইউযাম , ইয়া লাতিফান লা ইউরাম , ইয়া কাইয়ুমান লা ইয়ানাম , ইয়া দায়িমান লা ইয়াফুত , ইয়া হাইয়ান লা ইয়ামুত , ইয়া মালিকান লা ইয়াযুল , ইয়া বাকিয়ান লা ইয়াফনা , ইয়া আলিমান লা ইয়াজহাল , ইয়া সামাদান লা ইউতআম , ইয়া কাওয়্যিয়ান লা ইয়াযউফ।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে ক্ষমতাবান যিনি কখনো পরাভূতহন না , হে পরোপকারী যাকে দেখা যায় না , হে চিরস্বনির্ভর যিনি কখনো ঘুমান না , হে চিরবিরাজমান যিনি নিঃশেষ হন না , হে চিরঞ্জীব যার কোন মৃত্যু নেই , হে বাদশাহ যার শাসনকাল শেষ হয়না , হে যিনি অনন্তকাল থাকবেন কোন ধ্বংস ছাড়া , হে সর্বজ্ঞানী যিনি কখনো ভুলেন না , হে স্বনির্ভর যিনি খান না , হে শক্তিধর যিনি কখনো দুর্বল হন না ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৩২) اَللّهُمَّ اِنّى‏ اَسْئَلُكَ‏ بِاسْمِكَ يا اَحَدُ يا واحِدُ، يا شاهِدُ يا ماجِدُ، يا حامِدُ يا راشِدُ، يا باعِثُ‏ يا وارِثُ، يا ضآرُّ يا نافِعُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিসমিকা ইয়া আহাদু , ইয়া ওয়াহিদু , ইয়া শাহিদু , ইয়া মাজিদু , ইয়া হামিদু , ইয়া রাশিদু , ইয়া বায়িসু , ইয়া ওয়ারিসু , ইয়া যাররু , ইয়া নাফিয়্যু।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে আল্লাহ , নিশ্চয়ই আমি আপনার কাছে বিনীত প্রার্থনা করি আপনার নামের মাধ্যমে: হে অদ্বিতীয় , হে একক হে উপস্থিত , হে মর্যাদাবান হে প্রশংসাকারী , হে পথ প্রথদর্শক হে পুনরুত্থানকারী , হে উত্তরাধিকারী হে জুলুমকারীদের ক্ষতিকারী হে ন্যায়পরায়নদের কল্যাণকারী

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৩৩) يا اَعْظَمَ مِنْ كُلِّ عَظيمٍ، يا اَكْرَمَ مِنْ كُلِّ كَريمٍ، يا اَرْحَمَ مِنْ كُلِّ رَحيمٍ، يا اَعْلَمَ مِنْ كُلِّ عَليمٍ، يا اَحْكَمَ مِنْ كُلِّ حَكيمٍ، يا اَقْدَمَ‏ مِنْ كُلِّ قَديمٍ، يا اَكْبَرَ مِنْ كُلِّ كَبيرٍ، يا اَلْطَفَ مِنْ كُلِّ لَطيفٍ، يا اَجَلَّ مِن كُلِ‏ جَليلٍ، يا اَعَزَّ مِنْ كُلِّ عَزيزٍ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া আ ’ যামা মিন কুল্লি আযিম , ইয়া আকরামা মিন কুল্লি কারিম , ইয়া আরহামা মিন কুল্লি রাহিম , ইয়া আ ’ লামা মিন কুল্লি আলিম , ইয়া আহকামা মিন কুল্লি হাকিম , ইয়া আক্বদামা মিন কুল্লি ক্বাদিম , ইয়া আকবারা মিন কুল্লি কাবির , ইয়া আলতাফা মিন কুল্লি লাতিফ , ইয়া আজাল্লা মিন কুল্লি জালিল , ইয়া আয়াযযা মিন কুল্লি আযিয।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে সব বড়দের চেয়ে বড় হে সব উদারদের চেয়ে উদার হে সব দয়ালুর চেয়ে দয়ালু হে সব জ্ঞানীর চেয়ে জ্ঞানী হে সব প্রজ্ঞাবানের চেয়ে প্রজ্ঞাবান হে সব প্রাচীনদের চেয়ে প্রাচীন হে সব শ্রেষ্ঠদের চেয়ে শ্রেষ্ঠ , হে সর্ব নিম্নদের চেয়ে নিম্ন , হে সর্ব সম্মানিতদের চেয়ে সম্মানিত , হে সব ক্ষমতাবানের চেয়ে ক্ষমতাবান ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৩৪) يا كَريمَ الصَّفْحِ، يا عَظيمَ الْمَنِّ، يا كَثيرَ الْخَيْرِ، يا قَديمَ الْفَضْلِ، يا دآئِمَ اللُّطْفِ، يا لَطيفَ الصُّنْعِ، يا مُنَفِّسَ الْكَرْبِ، يا كاشِفَ الضُّرِّ، يا مالِكَ الْمُلْكِ، يا قاضِىَ الْحَقِّ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া কারিমাস সাফহ , ইয়া আযিমাল মান্নি , ইয়া কাসিরাল খাইর , ইয়া কাদিমাল ফাযল , ইয়া দায়িমাল লুতফ , ইয়া লাতিফাল সুনয়্য , ইয়া মুনাফফিসাল কারব , ইয়া কাশিফায যুর্র , ইয়া মালিকাল মুলক , ইয়া কাযিয়াল হাক্ব।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে মার্জনায় সবচেয়ে উদার হে শ্রেষ্ঠ উপকারী হে যিনি কল্যাণকর্মে সবচেয়ে উদার হে যিনি অন্তহীন অতীত থেকে অনুগ্রহশীল হে চিরকালব্যাপী দয়ালু হে সৃষ্টিতে দয়ালু হে যিনি দুঃখ বেদনা সরিয়ে দেন হে যিনি দুর্দশা সারিয়ে তোলেন হে সাম্রাজ্যের মালিক হে প্রকৃত বিচারক

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৩৫) يا مَنْ هُوَ فى‏ عَهْدِهِ وَفِىٌّ، يا مَنْ هُوَ فى‏ وَفآئِهِ قَوِىٌّ، يا مَنْ هُوَ فى‏ قُوَّتِهِ عَلِىٌّ، يا مَنْ هُوَ فى‏ عُلُوِّهِ قَريبٌ، يا مَنْ هُوَ فى‏ قُرْبِهِ لَطيفٌ، يا مَنْ هُوَ فى‏ لُطْفِهِ شَريفٌ، يا مَنْ هُوَ فى‏ شَرَفِهِ عَزيزٌ، يا مَنْ هُوَ فى‏ عِزِّهِ عَظيمٌ، يا مَنْ هُوَ فى‏ عَظَمَتِهِ مَجيدٌ، يا مَنْ‏ هُوَ فى‏ مَجْدِهِ حَميدٌ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া মান হুয়া ফি আহদিহি ওয়াফিয়্যু , ইয়া মান হুয়া ফি ওয়াফায়িহি ক্বাওয়্যিয়্যু , ইয়া মান হুয়া ফি কুওওয়াতিহি আলিয়্যু , ইয়া মান হুয়া ফি উলুওয়্যিহি ক্বারিব , ইয়া মান হুয়া ফি ক্বুরবিহি লাতিফ , ইয়া মান হুয়া ফি লুতফিহি শারিফ , ইয়া মান হুয়া শারাফিহি আযিয , ইয়া মান হুয়া ফি ইযযিহি আযিম , ইয়া মান হুয়া ফি আযামাতিহি মাজিদ , ইয়া মান হুয়া ফি মাজদিহি হামিদ।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে যিনি তার প্রতিশ্রুতি পূরণ করেন , হে যিনি তার প্রতিশ্রুতি পুরণে শক্তিধর , হে যিনি তার শক্তিতে সুউচ্চ , হে যিনি তার উচ্চতা সত্ত্বেও নিকটবর্তী , হে যিনি তার নৈকট্যে দয়ালু , হে যিনি তার দয়ায় উচ্চমনা , হে যিনি তার উচ্চ মানসিকতায় সর্বক্ষমতাবান , হে যিনি তার ক্ষমতায় প্রবল প্রতাপশালী , হে যিনি তার প্রতাপে মহান , হে যিনি তার মহত্ত্বের কারণে প্রশংসিত ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৩৬) اَللّهُمَّ اِنّى‏ اَسْئَلُكَ بِاسْمِكَ يا كافى‏ يا شافى‏، يا وافى‏ يا مُعافى‏، يا هادى‏ يا داعى‏، يا قاضى‏ يا راضى‏، يا عالى‏ يا باقى‏.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিসমিকা ইয়া কাফি , ইয়া শাফি , ইয়া ওয়াফি , ইয়া মুআফি , ইয়া হাদি , ইয়া দায়ি , ইয়া কাযি , ইয়া রাযি , ইয়া আলি , ইয়া বাকি।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে বিনীত প্রার্থনা করি আপনার নামের মাধ্যমে হে যথেষ্ট , হে যিনি সুস্থতা ফিরিয়ে দেন , হে বিশ্বস্ত , হে ক্ষমাকারী হে পপ্রদর্শক , হে আহবানকারী , হে বিচারক , হে অন্তহীন হে উচ্চ , হে চিরস্থায়ী ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৩৭) يا مَنْ‏ كُلُّ شَىْ‏ءٍ خاضِعٌ لَهُ، يا مَنْ كُلُّ شَىْ‏ءٍ خاشِعٌ لَهُ، يا مَنْ كُلُّ شَىْ‏ءٍ كآئِنٌ لَهُ، يا مَنْ‏ كُلُّ شَىْ‏ءٍ مَوْجُودٌ بِهِ، يا مَنْ كُلُّ شَىْ‏ءٍ مُنيبٌ اِلَيْهِ، يا مَنْ كُلُّ شَىْ‏ءٍ خآئِفٌ مِنْهُ، يا مَنْ كُلُّ شَىْ‏ءٍ قآئِمٌ بِهِ، يا مَنْ كُلُّ شَىْ‏ءٍ صآئِرٌ اِلَيْهِ، يا مَنْ كُلُّ شَىْ‏ءٍ يُسَبِّحُ‏ بِحَمْدِهِ، يا مَنْ كُلُّ شَىْ‏ءٍ هالِكٌ اِلاَّ وَجْهَهُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া মান কুল্লু শাইয়্যিন খাযিউন লাহ , ইয়া মান কুল্লু শাইয়্যিন খাশিউন লাহ , ইয়া মান কুল্লু শাইয়্যিন কায়েনুন লাহ , ইয়া মান কুল্লু শাইয়্যিন মাউজুদুন বিহ , ইয়া মান কুল্লু শাইয়্যিন মুনিবুন ইলাই , ইয়া মান কুল্লু শাইয়্যিন খায়িফুন মিনহু , ইয়া মান কুল্লু শাইয়্যিন কায়িমুন বিহ , ইয়া মান কুল্লু শাইয়্যিন সায়িরুন ইলাই , ইয়া মান কুল্লু শাইয়্যিন ইউসাব্বিহু বি হামদি , ইয়া মান কুল্লু শাইয়্যিন হালিকুন ইল্লা ওয়াজহা।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব ।

বাংলা অর্থঃ - হে তিনি যার সামনে সব কিছু আনত হয় , হে তিনি যার সামনে সব কিছু বিনীত হয় , হে তিনি যার জন্য সব কিছু অস্তিত্বে আছে , হে তিনি যার মাধ্যমে সব অস্তিত্ববান টিকে আছে , হে তিনি যার দিকে সব কিছু ফিরে যায় , হে তিনি যাকে সবাই ভয় করে , হে তিনি যার মাধ্যমে সব কিছু স্থিরতা পায় , হে তিনি যার দিকে সব কিছু ভ্রমন করছে , হে তিনি যার গৌরব ও প্রশংসা করছে সব কিছু , হে তিনি যার সত্ত্বা ছাড়া বাকী সবকিছু ধ্বংস হয়ে যাবে ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৩৮) يا مَنْ لا مَفَرَّ اِلاَّ اِلَيْهِ، يا مَنْ‏ لا مَفْزَعَ اِلاَّ اِلَيْهِ، يا مَنْ لا مَقْصَدَ اِلاَّ اِلَيْهِ، يا مَنْ لا مَنْجا مِنْهُ اِلاَّ اِلَيْهِ، يا مَنْ‏ لا يُرْغَبُ اِلاَّ اِلَيْهِ، يا مَنْ لا حَوْلَ وَلا قُوَّةَ اِلاَّ بِهِ، يا مَنْ لا يُسْتَعانُ اِلاَّ بِهِ، يا مَنْ‏ لا يُتَوَكَّلُ اِلاَّ عَلَيْهِ، يا مَنْ لا يُرْجى‏ اِلاَّ هُوَ، يا مَنْ لا يُعْبَدُ اِلّا هُوَ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া মান লা -মাফাররা ইল্লা ইলাইহি , ইয়া মান লা -মাকসাদা ইল্লা ইলাইহি , ইয়া মান লা -মানজা মিনহু ইল্লা ইলাইহি , ইয়া মান লা -ইউরগাবু ইল্লা ইলাইহি , ইয়া মান লা -হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিহ , ইয়া মান লা -ইউসতায়ানু ইল্লা বিহ , ইয়া মান লা -ইউতাওয়াক্কালু ইল্লা ইলাইহি , ইয়া মান লা -ইউরজা ইল্লাহু , ইয়া মান লা ইউবাদু ইল্লা হু।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে তিনি যার দিকে ছাড়া পেছনে পালানোর কোন সুযোগ নেই , হে তিনি যার দিকে ছাড়া কোন নিরাপদ স্থান নেই , হে তিনি যার দিকে ছাড়া আর কোন সঠিক পথ নেই , হে তিনি যার দিকে ছাড়া তার কাছ থেকে নিরাপদ থাকার জন্য কোন আশ্রয় নেই , হে তিনি যার দিকে ছাড়া আর কোন দিকে ঝোঁকার কেউ নেই , হে তিনি যার কাছ থেকে ছাড়া আর কোন ক্ষমতা ও শক্তি নেই , হে তিনি যার কাছে ছাড়া আর কারও কাছে সাহায্য চাওয়া হয় না , হে তিনি যাকে ছাড়া আর কারও ওপরে নির্ভর করা হয় না , হে তিনি যাকে ছাড়া আর কাউকে আশা করা হয় না , হে তিনি যাকে ছাড়া আর কারও ইবাদত করা হয় না

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৩৯) يا خَيْرَ الْمَرْهُوبينَ، يا خَيْرَ الْمَرْغُوبينَ، ياخَيْرَ الْمَطْلُوبينَ، يا خَيْرَ الْمَسْئُولينَ، يا خَيْرَ الْمَقْصُودينَ، يا خَيْرَ الْمَذْكُورينَ، يا خَيْرَ الْمَشْكُورينَ، يا خَيْرَ الْمَحْبُوبينَ، يا خَيْرَ الْمَدْعُوّينَ، يا خَيْرَ الْمُسْتَأْنِسينَ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া খায়রাল মারহুবিন , ইয়া খায়রাল মারগুবিন , ইয়া খায়রাল মাতলুবিন , ইয়া খায়রাল মাসউলিন , ইয়া খায়রাল মাক্বসুদিন , ইয়া খায়রাল মাযকুরিন , ইয়া খায়রাল মাশকুরিন , ইয়া খায়রাল মাহবুবিন , ইয়া খায়রাল মাদয়্যু উইন , ইয়া খায়রাল মুসতানিসিন।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে যিনি তাদের মাঝে শ্রেষ্ঠ যাদেরকে ভয় করা হয় হে যিনি তাদের মাঝে শ্রেষ্ঠ যাদেরকে পছন্দ করা হয় , হে যিনি তাদের মাঝে শ্রেষ্ঠ যাদেরকে কাছে চাওয়া হয় , হে যিনি তাদের মাঝে শ্রেষ্ঠ যাদের কাছে চাওয়া হয় , হে যিনি তাদের মাঝে শ্রেষ্ঠ যাদেরকে পাওয়ার আকাঙ্খা করা হয় , হে যিনি তাদের মাঝে শ্রেষ্ঠ যাদেরকে স্মরণ করা হয় , হে যিনি তাদের মাঝে শ্রেষ্ঠ যাদেরকে ধন্যবাদ দেওয়া হয় , হে যিনি তাদের মাঝে শ্রেষ্ঠ যাদেরকে ভালোবাসা হয় হে যিনি তাদের মাঝে শ্রেষ্ঠ যাদেরকে প্রার্থনায় ডাকা হয় , হে যিনি তাদের মাঝে শ্রেষ্ঠ যাদেরকে ভালোবাসা হয়

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৪০) اَللّهُمَّ اِنّى‏ اَسْئَلُكَ بِاسْمِكَ يا غافِرُ يا ساتِرُ، يا قادِرُ يا قاهِرُ، يا فاطِرُ يا كاسِرُ، يا جابِرُ يا ذاكِرُ، يا ناظِرُ يا ناصِرُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিসমিকা ইয়া গাফিরু , ইয়া সাতিরু , ইয়া ক্বাদিরু , ইয়া ক্বাহিরু , ইয়া ক্বাতিরু , ইয়া ফাতিরু , ইয়া কাসিরু , ইয়া জাবিরু , ইয়া যাকিরু , ইয়া নাযিরু , ইয়া নাসির।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে বিনীত প্রার্থনা করি আপনার নামের ওসিলায় , হে ক্ষমাশীল , হে ত্রুটি গোপনকারী , হে সর্বক্ষমতাবান , হে সর্বপ্রধান , হে সৃষ্টিকর্তার , হে চুর্ণকারী , হে সংযুক্তকারী , হে স্মরণকারী , হে যিনি দেখছেন , হে সাহায্যকারী , হে যিনি সৃষ্টি করেছেন এরপর সুষম করেছেন ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৪১) يا مَنْ خَلَقَ فَسَوّى‏، يا مَنْ قَدَّرَ فَهَدى‏، يا مَنْ يَكْشِفُ الْبَلْوى‏، يا مَنْ يَسْمَعُ النَّجْوى‏، يا مَنْ يُنْقِذُ الْغَرْقى‏، يا مَنْ يُنْجِى الْهَلْكى‏، يا مَنْ‏ يَشْفِى الْمَرْضى‏، يا مَنْ اَضْحَكَ وَاَبْكى‏، يا مَنْ اَماتَ وَاَحْيى‏، يا مَنْ خَلَقَ‏ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثى.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া মান খালাক্বা ফাসাও ওয়া , ইয়া মান ক্বদ্দারা ফাহাদা , ইয়া মাই ইয়াকশিফুল বালওয়া , ইয়া মাই ইয়াসমায়ুন নাজওয়া , ইয়া মাই ইউনকিযুল গারক্বা , ইয়া মাই ইউনজিল হালকা , ইয়া মাই ইয়াশফিল মারযা , ইয়া মান আযহাকা ওয়া আবকা , ইয়া মান আমাতা ওয়া আহইয়া , ইয়া মান খালাক্বায যাওজাইনিয যাকারা ওয়াল উনসা।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে যিনি সৃষ্টি করেছেন এরপর সুষম করেছেন , হে যিনি মাত্রা নির্দিষ্ট করেছেন অতঃপর পথ দেখিয়েছেন , হে যিনি দুর্যোগগুলো দূর করে দেন , হে যিনি গোপন কথাগুলো শোনেন , হে যিনি ডুবন্তকে উদ্ধার করেন , হে যিনি বিপর্যস্তকে রক্ষা করেন , হে যিনি অসুস্থকে সুস্থতা দান করেন , হে যিনি তার দাসদেরকে হাসান ও কাদান , হে যিনি মৃত্যু দেন ও জীবিত করেন , হে যিনি যুগল সৃষ্টি করেছেন পুরুষ ও নারী দিয়ে ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৪২) يا مَنْ فىِ الْبَرِّ وَالْبَحْرِ سَبيلُهُ، يا مَنْ فِى الْافاقِ‏ اياتُهُ، يا مَنْ فِى الْاياتِ بُرْهانُهُ، يا مَنْ فِى الْمَماتِ قُدْرَتُهُ، يا مَنْ فِى الْقُبُورِ عِبْرَتُهُ، يا مَنْ فِى الْقِيمَةِ مُلْكُهُ، يا مَنْ فِى الْحِسابِ هَيْبَتُهُ، يا مَنْ فِى الْميزانِ‏ قَضآئُهُ، يا مَنْ فِى الْجَنَّةِ ثَوابُهُ، يا مَنْ فِى النَّارِ عِقابُهُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া মান ফিল বাররি ওয়াল বাহরি সাবিলুহ , ইয়া মান ফিল আফাকিল আয়াতুহ , ইয়া মান ফিল আয়াতিল বুরহানু , ইয়া মান ফিল মামাতি কুদরাতুহ , ইয়া মান ফিল কুবুরি ইতরাতুহ , ইয়া মান ফিল কিয়ামাতিল মুলকুহ , ইয়া মান ফিল হিসাবি হায়াতুহ , ইয়া মান ফিল মিযানি কাযাউহ , ইয়া মান ফিল জান্নাতি সাওয়াবুহ , ইয়া মান ফিন নারি ইকাবুহ।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে যার পথ হলো মাটিতে ও পানিতে , হে তিনি যার নিদর্শনগুলো আছে দিগন্তসমূহে , হে তিনি যার নিদর্শনগুলোতে আছে তারঁ অনস্বীকার্য প্রমাণগুলো , হে তিনি যার শক্তি প্রকাশিত হয়েছে মৃত্যু ঘটানোতে , হে তিনি যার দেয়া শিক্ষা আছে কবরগুলোতে , হে তিনি যার সম্রাজ্য হবে পুনরুত্থান দিবসে , হে তিনি যাকে ভয় করা হয় হিসাব দিতে , হে তিনি যার দাড়িপাল্লায় আছে তার রায় , হে তিনি যার জান্নাতে আছে তার পুরস্কারগুলো , হে তিনি যার দেয়া শাস্তি আছে আগুনে ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৪৩) يا مَنْ اِلَيْهِ يَهْرَبُ‏ الْخآئِفُونَ، يا مَنْ اِلَيْهِ يَفْزَعُ الْمُذْنِبُونَ، يا مَنْ اِلَيْهِ يَقْصِدُ الْمُنيبُونَ، يا مَنْ اِلَيْهِ‏ يَرْغَبُ الزَّاهِدُونَ، يا مَنْ اِلَيْهِ يَلْجَأُ الْمُتَحَيِّرُونَ، يا مَنْ بِهِ يَسْتَأْنِسُ‏ الْمُريدُونَ، يا مَنْ بِه‏ يَفْتَخِرُ الْمُحِبُّونَ، يا مَنْ فى‏ عَفْوِهِ يَطْمَعُ الْخآطِئُونَ، يا مَنْ اِلَيْهِ يَسْكُنُ الْمُوقِنُونَ، يا مَنْ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া মান ইলাইহি ইয়াহরাবুল খায়িফুন , ইয়া মান ইলাইহি ইয়াফযাউল মুযনিবুন , ইয়া মান ইলাইহি ইযক্বসিদুল মুনিবুন , ইয়া মান ইলাইহি ইয়ারগাবুয যাহিদুন , ইয়া মান ইলাইহি ইয়ালজাউল মুতাহাইয়িরুন , ইয়া মান বি ইয়াসতানিসুল মুরিদুন , ইয়া মান বি ইয়াফতাখিরুল মুহিব্বুন , ইয়া মান ফি আফওয়িহি ইয়াতমাউল খাতিউন , ইয়া মান ইলাইহি ইয়াসকুনুল মুকিনুন , ইয়া মান ইলাইহি ইয়াতাওয়াক্কালুল মোতাওয়াক্কিলুন।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে তিনি যার দিকে আতঙ্কিত ব্যক্তি ছুটে পালায় , হে তিনি যার কাছে গুনাহগাররা আশ্রয় নেয় , হে তিনি যার দিকে অনুতপ্তরা ফিরে আসে , হে তিনি যার দিকে দুনিয়ার প্রতি নিরাসক্তরা ঝুকে থাকে , হে তিনি যার কাছে আশ্রয় নেয় দিশাহারারা , হে তিনি যাকে পাওয়ার আকাঙ্খাকারীরা তার জন্য দুঃখ কষ্ট মেনে নেয় , হে তিনি যার বিষয়ে তার প্রেমিকরা গবির্ত , হে তিনি যার ক্ষমা লাভের জন্য সীমালংঘনকারী রাজী হয়েছে , হে তিনি যার দিকে চেয়ে সান্তনা পায় ঈমানে নিশ্চিত হয়েছে যারা , হে তিনি যার ওপরে নির্ভরকারীরা নির্ভর করে ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৪৪) اَللّهُمَّ اِنّى‏ اَسْئَلُكَ بِاسْمِكَ يا حَبيبُ يا طَبيبُ، ياقَريبُ يا رَقيبُ، يا حَسيبُ يا مَهيبُ، يا مُثيبُ يا مُجيبُ، يا خَبيرُ يا بَصيرُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিসমিকা ইয়া হাবিবু , ইয়া তাবিবু , ইয়া কারিবু , ইয়া রাকিবু , ইয়া হাসিবু , ইয়া মাহিবু , ইয়া মুসিবু , ইয়া মুজিবু , ইয়া খাবিরু , ইয়া বাসির।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে আল্লাহ , নিশ্চয়ই আমি আপনার কাছে বিনীত প্রার্থনা করি আপনার নামের মাধ্যমে হে প্রিয় বন্ধু , হে চিকিৎসক হে নিকটবর্তী , হে তত্ত্বাবধায়কহ হিসাব গ্রহণকারী হে ভীতিজনক ; হে পুরষ্কার প্রদানকারী , হে কবুলকারী , হে যিনি সব খবর রাখেন , হে সর্বদ্রষ্টা

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৪৫) يا اَقَرَبَ مِنْ كُلِّ قَريبٍ، يا اَحَبَّ مِنْ كُلِ‏ حَبيبٍ، يا اَبْصَرَ مِنْ كُلِّ بَصيرٍ، يا اَخْبَرَ مِنْ كُلِّ خَبيرٍ، يا اَشْرَفَ مِنْ كُلِّ شَريفٍ، يا اَرْفَعَ مِنْ كُلِّ رَفيعٍ، يا اَقْوى‏ مِنْ كُلِّ قَوِىٍّ، يا اَغْنى‏ مِنْ كُلِّ غَنِىٍ‏ّ، يا اَجْوَدَ مِنْ كُلِّ جَوادٍ، يا اَرْاَفَ مِنْ كُلِّ رَؤُفٍ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ

বাংলা উচ্চারণঃ- ইয়া আক্বরাবা মিন কুল্লি কারিব , ইয়া আহাব্বা মিন কুল্লি হাবিব , ইয়া আবসারা মিন কুল্লি বাসির , ইয়া আখবারা মিন কুল্লি খাবির , ইয়া আশরাফা মিন কুল্লি শারিফ , ইয়া আরফায়া মিন কুল্লি রাফিয়্য , ইয়া আক্বওয়া মিন কুল্লি কাওয়ি , ইয়া আগনা মিন কুল্লি গানি , ইয়া আজওয়াদা মিন কুল্লি জাওয়াদ , ইয়া আরআফা মিন কুল্লি রাউফ।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে যিনি সব নিকটবর্তীর চেয়ে নিকটবর্তী , হে যিনি সব প্রিয় বন্ধুর চেয়ে প্রিয়তর হে যিনি সব অর্ন্তদৃষ্টি সম্পন্নের চেয়ে বেশী অর্ন্তদৃষ্টি সম্পন্ন , হে যিনি সব সচেতনদের চেয়ে বেশী সচেতন , হে যিনি সব সম্মানিতের চেয়ে বেশী সম্মানিত , হে যিনি সব উচ্চ মর্যাদা সম্পন্নের চেয়ে বেশী মর্যাদাবান , হে যিনি সব শক্তিধরের চেয়ে বেশী শক্তিধর , হে যিনি সব স্বনির্ভরের চেয়ে বেশী স্বনির্ভর , হে যিনি সব দানশীলের চেয়ে বেশী দানশীল , হে যিনি সব করুনাময়ের চেয়ে বেশী করুনাময়

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৪৬) يا غالِباً غَيْرَ مَغْلُوبٍ، يا صانِعاً غَيْرَ مَصْنُوعٍ، يا خالِقاً غَيْرَ مَخْلُوقٍ، يا مالِكاً غَيْرَ مَمْلُوكٍ، ياقاهِراً غَيْرَ مَقْهُورٍ، يا رافِعاً غَيْرَ مَرْفُوعٍ، يا حافِظاً غَيْرَ مَحْفُوظٍ، يا ناصِراً غَيْرَ مَنْصُورٍ، يا شاهِداً غَيْرَ غآئِبٍ، يا قَريباً غَيْرَ بَعيدٍ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ

বাংলা উচ্চারণঃ- ইয়া গালিবান গায়রা মাগলুব , ইয়া সানিআন গায়রা মাসনুয়্য , ইয়া খালিক্বান গাইরা মাখলুক্ব , ইয়া মালিকান গায়রা মামলুক , ইয়া ক্বাহিরান গাইরা মাক্বহুর , ইয়া রফিয়ান গাইরা মারফুয়্য , ইয়া হাফিযান গাইরা মাহফুয , ইয়া নাসিরান গাইরা মানসুর , ইয়া শাহিদান গাইরা গায়িব , ইয়া ক্বারিবান গাইরা বাঈদ।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে সর্বপ্রভাবশালী যিনি পরাভূত হননা , হে গঠনদানকারী যার কোন গঠন নেই , হে সৃষ্টিকর্তা যিনি সৃষ্ট নন , হে বাদশাহ যিনি কারো প্রজা নন , হে সর্বপ্রভাবশালী যার ওপর প্রভাবশালী কেউ নেই , হে যিনি ওপরে ওঠান যাকে উঠানোর প্রয়োজন হয় না , হে নিরাপত্তা রক্ষাকারী যার নিরাপত্তার কোন প্রয়োজন নেই , হে সাহায্যকারী যার কোন সাহায্যের প্রয়োজন নেই , হে স্বাক্ষী যিনি অনুপস্থিত নন হে নিকটবর্তী যিনি দূরে নন ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৪৭) يا نُورَ النُّورِ، يا مُنَوِّرَ النُّورِ، يا خالِقَ النُّورِ، يا مُدَبِّرَ النُّورِ، يا مُقَدِّرَ النُّورِ، يا نُورَ كُلِ‏ّ نُورٍ، يا نُوراً قَبْلَ كُلِ‏ّ نُورٍ، يا نُوراً بَعْدَ كُلِّ نُورٍ، يا نُوراً فَوْقَ كُلِ‏ّ نُورٍ، يا نُوراً لَيْسَ كَمِثْلِهِ نُورٌ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ

বাংলা উচ্চারণঃ- ইয়া নুরান নূর , ইয়া মুনাওয়ারান নূর , ইয়া খালিকান নূর , ইয়া মুদাববিরান নূর , ইয়া মুকাববিরান নূর , ইয়া নূরা কুল্লি নূর , ইয়া নূরান কাবলা কুল্লি নূর , ইয়া নূরান বা ’ আদা কুল্লি নূর , ইয়া নূরান ফাওক্বা কুল্লি নূর , ইয়া নূরান লাইসা কা -মিসলিহি নূর।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে আলোসমূহের আলো , হে আলোসমূহের প্রজ্জ্বলনকারী , হে আলোর সৃষ্টিকর্তা , হে আলোর পরিকল্পনাকারী , হে আলোর মাত্রা নির্ধারণকারী , হে সব আলোর আলো , হে যিনি সব আলোর আগে থেকে অস্তিত্ববান আলো , হে যিনি সব আলোর পরে আলো হিসাবে টিকে থাকবেন , হে প্রত্যেক আলোর ওপরে আলো , হে আলো যার মত আর কোন আলো নেই ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৪৮) يا مَنْ‏ عَطآئُهُ شَريفٌ، يامَنْ فِعْلُهُ لَطيفٌ، يا مَنْ لُطْفُهُ مُقيمٌ، يا مَنْ اِحْسانُهُ قَديمٌ، يا مَنْ قَوْلُهُ حَقٌّ، يا مَنْ وَعْدُهُ صِدْقٌ، يا مَنْ عَفْوُهُ فَضْلٌ، يا مَنْ عَذابُهُ عَدْلٌ، يا مَنْ ذِكْرُهُ حُلْوٌ، يا مَنْ فَضْلُهُ عَميمٌ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ

বাংলা উচ্চারণঃ- ইয়া মান আতাউহু শারিফ , ইয়া মান ফেয়্যলুহু শারিফ , ইয়া মান ফেয়্যলুহু লাতিফ , ইয়া মান লুতফুহু মুকিম , ইয়া মান ইহসানুহু ক্বাদিম , ইয়া মান ক্বাউলুহু হাক্ব , ইয়া মান ওয়্যাদুহু সিদক্ব , ইয়া মান আফয়ুহু ফাযল , ইয়া মান আযাবুহু আদল , ইয়া মান যিকরুহু হুলউন , ইয়া মান ফাযলুহু আমিম।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে তিনি যার উপহার হলো সম্মানপূর্ণ , হে যার কার্যক্রম হচ্ছে দয়াপূর্ণ , হে তিনি যার দয়া হলো স্থায়ী , হে তিনি যার পরোপকার হলো অনন্ত অতীত থেকে , হে যার কথা হলো সত্য , হে যার প্রতিশ্রুতি হলো সত্য , হে তিনি যার ক্ষমা হলো একটি দয়াপূর্ণ দান , হে তিনি যার শাস্তি হলো ন্যায় বিচার , হে তিনি যার যিকর হলো মিষ্টিস্বাদপূর্ণ , হে যার দয়াপূর্ণ দান হলো বিশ্বব্যাপী ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৪৯) اَللّهُمَّ اِنّى‏ اَسْئَلُكَ بِاسْمِكَ يا مُسَهِّلُ‏ يا مُفَصِّلُ، يا مُبَدِّلُ يا مُذَلِّلُ، يا مُنَزِّلُ يا مُنَوِّلُ، يا مُفْضِلُ يا مُجْزِلُ، يا مُمْهِلُ‏ يا مُجْمِلُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبّ.

বাংলা উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিসমিকা ইয়া মুসাহহিলু , ইয়া মুফাসসিলু , ইয়া মুবাদদিলু , ইয়া মুযাললিলু , ইয়া মুনাযযিলু , ইয়া মুনাও ওয়িল , ইয়া মুফাযযিলু , ইয়া মুজযিলু , ইয়া মুমহিলু , ইয়া মুজমিল।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে আল্লাহ , নিশ্চয়ই আমি আপনার কাছে বিনীত প্রার্থনা করি আপনার নামের মাধ্যমে হে যিনি সহজ করেন , হে যিনি আলাদা করেন হে পরিবর্তনকারী , হে যিনি অহংকারীদের অপমানিত করেন হে যিনি সম্মানে নিচে নামান হে যিনি উপকার করেন হে দানশীল , হে স্থগিতকারী হে যিনি নিবৃত্তি দেন , হে সর্বসুন্দর ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৫০) يا مَنْ يَرى‏ وَلا يُرى‏، يا مَنْ يَخْلُقُ وَلا يُخْلَقُ، يا مَنْ يَهْدى‏ وَ لا يُهْدى‏، يا مَنْ يُحْيى‏ وَلا يُحْيى‏، يا مَنْ يَسْئَلُ وَلا يُسْئَلُ، يا مَنْ يُطْعِمُ‏ وَ لايُطْعَمُ، يا مَنْ يُجيرُ وَلا يُجارُ عَلَيْهِ، يا مَنْ يَقْضى‏ وَلا يُقْضى‏ عَلَيْهِ، يا مَنْ‏ يَحْكُمُ وَلا يُحْكَمُ عَلَيْهِ، يا مَنْ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً اَحَدٌ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া মাই ইয়ারা ওয়ালা ইউরা , ইয়া মাই ইয়াখলুক্বু ওয়ালা ইউখলাক্ব , ইয়া মাই ইয়াহদি ওয়ালা ইউহদা , ইয়া মাই ইউহয়ি ওয়ালা ইউহইয়া , ইয়া মাই ইয়াসআলু ওয়ালা ইউসআল , ইয়া মাই ইউতইমু ওয়ালা ইউতআম , ইয়া মাই ইউজিরু ওয়ালা ইউজারু আলাইহ , ইয়া মান ইয়াক্বযি ওয়ালা ইউক্বযা আলাই , ইয়া মাই ইয়াহকুমু ওয়ালা ইউহকামু আলাই , ইয়া মান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুনল্লাহু কুফুওয়ান আহাদ।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে যিনি দেখেন কিন্তু যাকে দেখা যায় না , হে যিনি সৃষ্টি করেন কিন্তু তিনি কারো সৃষ্টি নন , হে যিনি পথ প্রদর্শন করেন কিন্তু তাকে পথ প্রদর্শন করা হয় না , হে যিনি জীবন দেন কিন্তু তাকে জীবন দেওয়ার প্রয়োজন হয় না , হে যিনি প্রশ্ন করেন কিন্তু তাকে প্রশ্ন করা হয় না , হে যিনি খাওয়ান কিন্তু নিজে খান না , হে যিনি আশ্রয় দেন কিন্তু তাকে আশ্রয় দেয়ার প্রয়োজন হয় না , হে যিনি বিচার করেন কিন্তু যার বিরুদ্ধে কোন রায় দেয়া হয় না , হে যিনি হুকুম দেন কিন্তু তাকে কোন হুকুম দেয়া হয় না , হে যিনি জম্ম দেন না এবং তাকে কেউ জম্ম দেয় নি এবং তার মত কেউ নেই ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৫১) يا نِعْمَ الْحَسيبُ، يا نِعْمَ الطَّبيبُ، يا نِعْمَ الرَّقيبُ، يا نِعْمَ الْقَريبُ، يا نِعْمَ‏ الْمُجيبُ، يا نِعْمَ الْحَبيبُ، يا نِعْمَ الْكَفيلُ، يا نِعْمَ الَوْكيلُ، يا نِعْمَ الْمَوْلى‏، يانِعْمَ النَّصيرُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া নে ’ মাল হাসিব , ইয়া নে ’ মাত তাবিব , ইয়া নে ’ মার রাকিব , ইয়া নে ’ মাল কারিব , ইয়া নে ’ মাল মুজিব , ইয়া নে ’ মাল হাবিব , ইয়া নে ’ মাল কাফিল , ইয়া নে ’ মাল ওয়াকিল , ইয়া নে ’ মাল মাওলা , ইয়া নেয়ামান নাসির।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে শ্রেষ্ঠ হিসাবকারী , হে শ্রেষ্ঠ চিকিৎসক , হে শ্রেষ্ঠ অভিভাবক , হে শ্রেষ্ঠ নিকটজন , হে শ্রেষ্ঠ সাড়াদানকারী , হে শ্রেষ্ঠ বন্ধু , হে শ্রেষ্ঠ নিশ্চয়তা , হে শ্রেষ্ঠ নিরাপত্তাদানকারী , হে শ্রেষ্ঠ মালিক , হে শ্রেষ্ঠ সাহায্যকারী ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৫২) ياسُرُورَ الْعارِفينَ، يامُنَى الْمُحِبّينَ، يا اَنيسَ الْمُريدينَ، يا حَبيبَ التَّوَّابينَ، يا رازِقَ الْمُقِلّينَ، يا رَجآءَ الْمُذْنِبينَ، يا قُرَّةَ عَيْنِ الْعابِدينَ، يا مُنَفِّسَ عَنِ الْمَكْرُوبينَ، يا مُفَرِّجَ عَنِ الْمَغْمُومينَ، يا اِلهَ الْأَوَّلينَ‏ وَالْأخِرينَ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া সুরুরাল আরিফিন , ইয়া মুনাল মুহিব্বিন , ইয়া আনিসাল মুরিদিন , ইয়া হাবিবাত তাওয়াবিন , ইয়া রাযিকাল মুকিল্লিন , ইয়া রাজাআল মুযনিবিন , ইয়া কুররাতা আয়নিল আবিদিন , ইয়া মুনাফফিসা আনিল মাকরুবিন , ইয়া মুফাররিজা আনিল মাগমুমিন , ইয়া ইলাহাল আওয়ালিন ওয়াল আখিরিন।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে আধ্যাত্মিক ব্যক্তিদের আনন্দ , হে বন্ধুদের আকাঙ্খা , হে সন্ধানকারীদের বন্ধু , হে অনুতপ্ত হয়ে প্রত্যাবর্তনকারীদের প্রিয় বন্ধু , হে দরিদ্রদের জীবনপোকরণ দানকারী , হে গুনাহগারদের আশা , হে ইবাদতকারীদের হৃদয়ের প্রশান্তি , হে দুঃখ কষ্টে জর্জরিতদের ব্যথাদুরকারী , হে যিনি শোকার্তদের শোক সরিয়ে দেন , হে প্রথম ও শেষ প্রজন্মগুলোর খোদা ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৫৩) اَللّهُمَّ اِنّى‏ اَسْئَلُكَ بِاسْمِكَ يا رَبَّنا يا اِلهَنا، يا سَيِّدَنا يا مَوْلينا، يا ناصِرَنا يا حافِظَنا، يا دَليلَنا يا مُعينَنا، يا حَبيبَنا يا طَبيبَنا.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিসমিকা ইয়া রব্বানা , ইয়া ইলাহানা , ইয়া সাইয়্যেদিনা , ইয়া মাওলানা , ইয়া নাসিরানা , ইয়া হাফিযানা , ইয়া দালিলানা , ইয়া মু্য়্যিনানা , ইয়া হাবিবানা , ইয়া তাবিবানা।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে আল্লাহ , নিশ্চয়ই আমি আপনার কাছে আপনার বিনীত প্রার্থনা করি নামের মাধ্যমে , হে আমাদের সৃস্টিকর্তা প্রতিপালক , হে আমাদের খোদা , হে আমাদের প্রধান , হে আমাদের অভিভাবক , হে আমাদের সাহায্যকারী , হে আমাদের হেফাযতকারী , হে আমাদের পথ প্রদর্শক , হে আমাদের সাহায্যকারী , হে আমাদের প্রিয় বন্ধু , হে আমাদের চিকিৎসক ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৫৪) يا رَبَّ النَّبيّينَ‏ وَالْأَبْرارِ، يا رَبَّ الصِّدّيقينَ وَالْأَخْيارِ، يا رَبَّ الْجَنَّةِ وَالنَّارِ، يا رَبَّ الصِّغارِ وَالْكِبارِ، يا رَبَّ الْحُبُوبِ وَالثِّمارِ، يا رَبَّ الْأَنْهارِ وَالْأَشْجارِ، يا رَبَ‏ الصَّحارى‏ وَالْقِفارِ، يارَبَّ الْبَرارى‏ وَالْبِحارِ، يا رَبَّ اللَّيْلِ وَالنَّهارِ، يا رَبَ‏ الْأَعْلانِ وَالْأَسْرارِ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ.

বাংলা উচ্চারণঃ- ইয়া রাব্বান নাবিইয়্যিনা ওয়াল আবরার , ইয়া রাব্বাস সিদ্দিকিনা ওয়াল আখইয়ার , ইয়া রাব্বাল জান্নাতা ওয়ান নার , ইয়া রাব্বাস সিগারি ওয়াল কিবার , ইয়া রাব্বাল হুবুবি ওয়াস সামার , ইয়া রাব্বাল আনহারি ওয়াল আশজার , ইয়া রাব্বাস সাহারি ওয়াল কেফার , ইয়া রাব্বাল বারারি ওয়াল বিহার , ইয়া রাব্বাল লাইলি ওয়ান নাহার , ইয়া রাব্বাল আয়লানি ওয়াল আসরার।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে নবীদের ও ধার্মিক ব্যক্তিদের প্রভু , হে সত্যবাদীদের ও বাছাইকৃতদের প্রভু , হে জান্নাত ও আগুনের প্রভু , হে ছোট ও বড়র প্রভু , হে শস্যদানা ও ফলসমূহের প্রভু , হে নদী নালা ও গাছপালার প্রভু , হে বন জঙ্গল ও মরুভুমির প্রভু , হে ভূমিগুলো ও সাগরগুলোর প্রভু , হে রাত ও দিনের প্রভু , হে প্রকাশিত ও গোপন জিনিসের প্রভু ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৫৫) يا مَنْ نَفَذَ فى‏ كُلِّ شَىْ‏ءٍ اَمْرُهُ، يا مَنْ لَحِقَ بِكُلِّ شَىْ‏ءٍ عِلْمُهُ، يا مَنْ بَلَغَتْ اِلى‏ كُلِّ شَىْ‏ءٍ قُدْرَتُهُ، يا مَنْ لا تُحْصِى الْعِبادُ نِعَمَهُ، يا مَنْ‏ لا تَبْلُغُ الْخَلائِقُ شُكْرَهُ، يا مَنْ لا تُدْرِكُ الْأَفْهامُ جَلالَهُ، يا مَنْ لا تَنالُ الْأَوْهامُ‏ كُنْهَهُ، يا مَنِ الْعَظَمَةُ وَالْكِبْرِيآءُ رِدآئُهُ، يا مَنْ لا تَرُدُّ الْعِبادُ قَضآئَهُ، يا مَنْ‏ لا مُلْكَ اِلاَّ مُلْكُهُ، يا مَنْ لاعَطآءَ اِلاَّ عَطآئُهُ.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ

বাংলা উচ্চারণঃ- ইয়া মান নাফাযা ফি কুল্লি শাইয়্যিন আমরুহ , ইয়া মান লাহিক্বা বি কুল্লি শাইয়্যিন ইলমুহ , ইয়া মান বালাগাত ইলা কুল্লি শাইয়্যিন কুদরাতুহ , ইয়া মান লা তুহসি লা তাবলুগুল খালায়িক্বু শুকরাহ , ইয়া মান লা তুদরিকুল আফহামু জালালাহ , ইয়া মান লা তানালুল আউহামু কুনহা , ইয়া মানিল ইবাদু নিয়ামাহ , ইয়া মানিল আযামাতু ওয়াল কিবরিয়াহু রিদাউহ , ইয়া মান লা তারুদ্দুল ইবাদু ক্বাযাআহু , ইয়া মান লা মুলকা ইল্লা মুলকুহ , ইয়া মান লা আতাআ ইল্লা আতাউহ।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে তিনি সর্ব বিষয়ে যার নির্দেশের প্রভাব রয়েছে , হে তিনি যার জ্ঞান সব জিনিসকে ঘেরাও করে আছে , হে তিনি যার নিয়ন্ত্রণ প্রত্যেক জিনিস পর্যন্ত বিস্তৃত , হে তিনি যার উপহারগুলো তার দাসেরা গুণে শেষ করতে পারে না ,.হে তিনি যাকে তার সৃষ্টিকূল কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারেনা , হে যার মহত্ত্বকে কারো বুদ্ধি আয়ত্বে আনতে পারে না , হে তিনি যার বাস্তবতাকে চিন্তা আয়ত্ত করতে পারে না , হে তিনি যার চাদর হলো রাজকীয়তা ও মহত্ত , হে তিনি যার বিচারিক রায়কে তার দাসেরা উল্টে দিতে পারে না , হে তিনি যার রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব নেই , হে তিনি একমাত্র দাতা ছাড়া আর কোন দাতা নেই ।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।

(৫৬) يا مَنْ لَهُ الْمَثَلُ الْأَعْلى‏، يا مَنْ لَهُ الصِّفاتُ الْعُلْيا، يا مَنْ لَهُ الْاخِرَةُ وَالْاُولى‏، يا مَنْ لَهُ الْجَنَّةُ الْمَاْوى‏، يا مَنْ لَهُ الْاياتُ الْكُبْرى‏، يا مَنْ لَهُ الْأَسْمآءُ الْحُسْنى‏، يا مَنْ لَهُ‏ الْحُكْمُ وَالْقَضآءُ، يا مَنْ لَهُ الْهَوآءُ وَالْفَضآءُ، يا مَنْ لَهُ الْعَرْشُ وَالثَّرى‏، يا مَنْ لَهُ‏ السَّمواتُ الْعُلى‏.

سُبْحانَكَ يا لا اِلهَ اِلاّ اَنْتَ الْغَوْثَ الْغَوْثَ خَلِّصْنا مِنَ النّارِ يا رَبِّ

বাংলা উচ্চারণঃ- ইয়া মান লাহুল মাসালুল আ ’ লা , ইয়া মান লাহুস সিফাতুল উলইয়া , ইয়া মান লাহুল আখিরাতু ওয়াল উলা , ইয়া মান লাহুল জান্নাতুল মা ’ ওয়া , ইয়া মান লাহুল আয়াতুল কুবরা , ইয়া মান লাহুল আসমাউল হুসনা , ইয়া মান লাহুল হুকমু ওয়াল কাযা , ইয়া মান লাহুল হাওয়া উ ওয়াল কাযা , ইয়া মান লাহুল আরশু ওয়াস সারা , ইয়া মান লাহুস সামাওয়াতুল উলা।

সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আনত , আল-গাওউস , আল-গাওউস , খাল্লিসনা মিনান্নার ইয়া রাব্ব।

বাংলা অর্থঃ - হে তিনি যার জন্য প্রযোজ্য উচ্চতম দৃষ্টান্তগুলো , হে তিনি যার স্বভাবের বৈশিষ্ট্যগুলো মহত্ত্বম , হে তিনি যিনি হলেন শুরু ও শেষের মালিক , হে তিনি যিনি হলেন জান্নাতের আবাসস্থলের মালিক , হে তিনি যিনি হলেন বড় নিদর্শনগুলোর মালিক , হে তিনি যার সুন্দর সুন্দর নাম রয়েছে , হে তিনি যিনি আদেশ ও বিচারের মালিক , হে তিনি যিনি মহাশুন্য ও এর প্রশস্ততার মালিক , হে তিনি যিনি হলেন সর্বোচ্চ আকাশ ও পৃথিবীর মালিক , হে তিনি যিনি হলেন উচ্চ আকাশগুলোর মালিক।

আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি , হে ঐ সত্ত্বা যিনি ছাড়া কোন উপাস্য নেই , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমি আপনার সাহায্য প্রার্থনা করছি , আমাদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দিন হে প্রভু ।


3

4